• অপরাধ ও দুর্নীতি

রৌমারীতে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ১১ জুন, ২০২৪ ১৯:৩০:১৬

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে মানসিক ভারসাম্যহীন নারীকে হত্যার রহস্য উদঘাটন করে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, রৌমারী উপজেলার বড়াইকান্দি বাজারে গত ৯ জুন গভীর রাতে অজ্ঞাতনামা এক মানসিক ভারসাম্যহীন নারীকে মাথার পিছনে গুরুতর আঘাত করিয়া হত্যা করে দূর্বৃত্তরা।

খবর পেয়ে রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মমিনুল ইসলাম, অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান ঘটনাস্থল পরিদর্শন করে। পরে মরদেহ উদ্ধার করে  কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। এ ঘটনায় গ্রাম পুলিশ মোঃ বাচ্চু মিয়া বাদি হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেন।

গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি মোঃ আবুল কালাম (৪৫) ও মোঃ লালকু মিয়া (৪৬)কে গ্রেফতার করা হয়। রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশাহেদ খান জানান, আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।আসামীরা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট কার্যবিধি ১৬৪ ধারা মোতাবেক স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছেন। ভিকটিমের পরিচয় পাওয়া গেছে।

মন্তব্য ( ০)





  • company_logo