ফাইল ছবি
নিউজ ডেস্কঃ নওগাঁর আত্রাইয়ের বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। রোববার (৯ জুন) সন্ধ্যার দিকে তাদের নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
এ বিষয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেন বলেন, স্কুল চলাকালে হঠাৎ করেই ৭ম শ্রেণি পড়ুয়া মুশফিকা, মাহিলা, রাবেয়া এবং সাদিয়া আক্তার নামে ৪ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাদেরকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, ওই শিক্ষার্থীরা এর আগে গত বছরও প্রায় ২-৩ বার একইভাবে অসুস্থ হয়ে পড়েছিল। ভ্যাপসা গরমে হয়ত অসুস্থ হয়ে পড়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক কানিজ মাহমুদা বলেন, অসুস্থ হয়ে বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের ৪ জন শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছে। অতিরিক্ত গরমে পানিশূন্যতা হয়ে এমনটি হতে পারে। বর্তমানে তাদের চিকিৎসা চলছে।
আন্তর্জাতিক ডেস্কঃ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা ...
নিউজ ডেস্কঃ পাইপলাইনের জরুরি কাজের জন্য বৃহস্পতিবার ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বি...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জের শা...
মন্তব্য ( ০)