• খেলাধুলা

জয়ের পথ সহজ করে ফিরলেন হৃদয়

  • খেলাধুলা
  • ০৮ জুন, ২০২৪ ১০:০৩:৫৮

ছবিঃ সংগৃহীত

স্পোর্টস ডেস্কঃ শ্রীলংকার দেওয়া ১২৫ রানের জবাবে বাংলাদেশের শুরুটা হয়েছে ভয়াবহ। দলীয় ৬ রানেই সাজঘরের পথ ধরেছেন দুই ওপনার। এরপর নাজুমল শান্ত লড়াইয়ের আভাস দিয়ে ফেরেন ১৩ বলে ৭ রান করে। পাওয়ার প্লের আগেই ২৮ রানে ৩ উইকেট খুঁইয়ে ব্যাটিংয়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ।দলকে টেনে তোলার দায়িত্ব নেন লিটন দাস। খারাপ সময় ভুলে দায়িত্ব নিয়েছেন আজ। তাকে সঙ্গ দিচ্ছে আরেক ব্যাটার তাওহিদ হৃদয়। তাতেই জয়ের পথে হাঁটছে বাংলাদেশ। ২৮ রানে তিন উইকেট হারানোর পর এরপর চতুর্থ উইকেট হারিয়েছে ৯১ রানে। তবে ফেরার আগে ২০ বলে ৪০ রানের ইনিংস খেলে দলকে জয়ের পথ দেখিয়ে গিয়েছেন হৃদয়।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১২ ওভার শেষে ৪ উইকেট খরচায় ৯২ রান। জয় থেকে মাত্র ৩৩ রান দূরে বাংলাদেশ। উইকেটে আছেন লিটন দাস ও সাকিব আল হাসান।এর আগে, টসে জিতে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। শুরুতে বাংলাদেশি বোলারদের ওপার চড়াও হয়ে রানের চাকা সচল রেখেছিলেন দলটির ওপেনার পাথুম নিশাঙ্কা। যদিও অপর প্রান্ত থেকে নিয়মিত উইকেট পড়ছিল। এরপরও বড় সংগ্রহের ভিত গড়ে ফেলেছিল শ্রীলংকা। ১৪ ওভারেই ছুঁয়েছিল দলীয় শত রান।

তবে নিশাঙ্কা ২৮ বলে ৪৭ রান করে ফিরলে বাকিরা হাঁটতে পারেনি তার দেখানো পথে। মাঝে উইকেটে ধনঞ্জয়া ও আসালাঙ্কা জমে উঠার চেষ্টা চালিয়েছেন মাত্র। তাতে অবশ্য খানিকটা ভয় ঝেঁকে বসেছিল বাংলাদেশের। তবে সেই ভয় দূর করেছেন রিশাদ। ১৬ তম ওভারে এসে পরপর ফিরিয়েছেন আসালাঙ্কা ও হাসারাঙ্কাকে। তাতেই বড় সংগ্রহের স্বপ্নটা শেষ শ্রীলংকার। বাংলাদেশের বিপক্ষে শেষ পর্যন্ত লংকানদের ইনিংস থামে ৯ উইকেটে ১২৪ রানে।

মন্তব্য ( ০)





  • company_logo