• খেলাধুলা
  • লিড নিউজ

কানপুর টেস্ট বৃষ্টিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হতে দেরি

  • খেলাধুলা
  • লিড নিউজ
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ১৪:৩২:০২

ছবিঃ সিএনআই

স্পোর্টস ডেস্কঃ প্রথম দিনের খেলা শেষ হয়ে গিয়েছিল প্রায় তিন ঘণ্টা আগে। ম্যাচও শুরু হয়েছিল এক ঘণ্টা পর।

ওই ক্ষতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিনের খেলা শুরু হওয়ার কথা ছিল আধঘণ্টা আগে। কিন্তু সেটি হচ্ছে না।  

ক্রিকবাজ জানিয়েছে, এখনও কানপুরে বৃষ্টি হচ্ছে। ছাতা হাতে নিয়ে ঘুরছেন আম্পায়াররা, এমন কথাও জানিয়েছে তারা। তার মানে খেলা খুব শিগগিরই শুরু হচ্ছে না।  

প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৩৫ ওভার। বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে করেছে ১০৭ রান। ১৩ বলে ৬ রান করে মুশফিকুর রহিম ও ৮১ বলে ৪০ রানে অপরাজিত আছেন মুমিনুল। দ্বিতীয় দিনের আবহাওয়ার খবরেও খুব একটা ভালো বার্তা নেই।

মন্তব্য ( ০)





  • company_logo