• শিক্ষা

নীলফামারীতে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ

  • শিক্ষা
  • ০৬ জুন, ২০২৪ ২২:০৯:২০

ছবিঃ সিএনআই

নীলফামারী প্রতিনিধিঃ ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আওতায় পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শ্রেষ্ঠ শিক্ষক, শিক্ষার্থী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রধান অতিথি থেকে শ্রেষ্ঠদের হাতে সনদ পত্র ও ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

অনুষ্ঠানে ১২জন শিক্ষার্থী, ৭জন শিক্ষক এবং ৯টি ইভেন্টে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) ফারুক আল মাসুদ। 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীর সহকারী প্রকল্প পরিচালক এ কে এম হাবিবুল্লাহ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন একই দফতরের ফিল্ড সুপারভাইজার অনুপ কুমার কুন্ডু।

অন্যান্যের মধ্যে শিক্ষক বনলতা রায় ও প্রভাতী রানী রায় বক্তব্য দেন। 

হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট নীলফামারীর সহকারী প্রকল্প পরিচালক এ কে এম হাবিবুল্লাহ সিদ্দিকী জানান, জেলার ছয় উপজেলায় ১৫৬টি শিক্ষাকেন্দ্র রয়েছে। এসবের মধ্য থেকে শিক্ষক ও শিক্ষার্থীদের বাছাই করে পুরস্কার প্রদান করা হয়। 

মন্তব্য ( ০)





  • company_logo