• অপরাধ ও দুর্নীতি

পঞ্চগড়ে নির্বাচনী সহিংসতার ঘটনায় মামলা, গ্রেফতার ২

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ মে, ২০২৪ ১৯:৪০:৩৬

ছবিঃ সংগৃহীত

পঞ্চগড় প্রতিনিধি: ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ২ ধাপের ভোটের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় একটি কেন্দ্রে সরকারি গাড়ি ভাংচুরসহ কর্মকর্তাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫০০ থেকে ৬০০ জনের নামে মামলা দায়ের হয়েছে। অপরদিকে ঘটনার পর পরেই দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গত মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার শালডাঙ্গা ইউনিয়নের দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সহিংসতার এ ঘটনাটি ঘটে। বুধবার (২২ মে) সকালে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার গোলাম আজম বাদী হয়ে মামলার এজাহার জমা দেন। গ্রেফতারকৃতরা হলেন- শালডাঙ্গা ইউনিয়নের বন্দীগ্রাম এলাকার রাজকুমার রায়ের ছেলে মিঠুন রায় ও দামিনীগ্রাম এলাকার দীনেশ চন্দ্র দায়ের ছেলে দীনবন্ধু রায়কে আটক করে। তারা উভয়ই হেলিকপ্টার প্রতীকের বিজয়ী প্রার্থী মদন মোহন রায়ের কর্মী বলে নিশ্চিত হওয়া গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভোট শেষে বিকেলে গণনা চলছিল। এর মাঝে কেন্দ্রের বাইরে উত্তেজনা শুরু হয়। ফলাফলে যেন কোন ত্রুটি না হয় সেজন্য আমরা একাধিকবার ভোট গণনা করেছি। গণনা শেষে সন্ধ্যার পরে যখন ফলাফল ঘোষণা করা হয় তখন হেলিকপ্টার প্রতীকের কর্মী-সমর্থকরা ক্ষিপ্ত হয়ে উঠেন। তাদের দাবি, হেলিকপ্টার প্রতীক আরো বেশি ভোট পাওয়ার কথা ছিল। যদিও কেন্দ্রটিতে হেলিকপ্টার প্রতীক বিজয়ী হয়েছিল। আমরা কক্ষের ভেতরেই ছিলাম। হঠাৎ কিছু বুঝে উঠার আগে ভোট কক্ষের দিকে ইট পাটকেল ছুঁড়তে থাকেন কর্মী-সমর্থকরা। সেই সাথে বাইরে থাকা সরকারি গাড়ি ও মটরসাইকেলে ভাঙ্গচুর চালাতে থাকে ক্ষুব্ধ কর্মী সমর্থকরা। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। আহতদের রাতেই দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

আহত ব্যাক্তিরা হলেন- নির্বাচনের দায়িত্বে থাকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব আবু আউয়াল, ওই কেন্দ্রের সহকারী প্রিজাইডিং অফিসার কাদেরুল ইসলাম, উপ-সচিবের সহকারী জাহাঙ্গীর আলম, গাড়িচালক আবু বক্কর সিদ্দিক, আটোয়ারী থানার উপ-পরিদর্শক বুলু মিয়া, গোয়েন্দা পুলিশের কনস্টেবল আব্দুল বারী, পোলিং অফিসার কাদেরুল ইসলাম। দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo