• অপরাধ ও দুর্নীতি

হিলিতে বিএসএফের হাতে স্বর্নের বিস্কুটসহ বাংলাদেশী নারী আটক

  • অপরাধ ও দুর্নীতি
  • ২২ মে, ২০২৪ ১৩:৩৮:১৫

ছবিঃ সিএনআই

দিনাজপুর প্রতিনিধিঃ নাজপুরের হিলি সীমান্তের হাড়িপুকুরে ৬ টি স্বর্নের বিস্কুটসহ বাংলাদেশী একজন নারী পাচারকারিকে গতকাল মঙ্গলবার বিকালে তাকে আটক করেছে বিএসএসএফ সদস্যরা। আটক স্বর্নের  দাম ভারতীয় মুদ্রায় ধরা হয়েছে ৫২ লাখ ২১ হাজার ৪২৮ রুপি। 

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকালে ভারতের দক্ষিণ দিনাজপুরের হিলি থানার হাড়িপুকুর সীমান্তের নোম্যান্সল্যান্ডে ৬টি স্বর্নের বিস্কুটসহ খতেজা খাতুন নামে বাংলাদেশী একজন নারীকে আটক করেছে বিএসএফের ৬১ ব্যাটালিয়নের সদস্যরা। আটক ওই নারী বাংলাদেশের দিনাজপুরর হাকিমপুরের হাড়িপুকুরের বাসিন্দা।

সীমান্ত এলাকায় নজরদারি চালানোর সময় ওই মহিলাকে সীমান্তের কাটাতার মুক্ত  ‘ওপেন বর্ডার’ দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করার আটক করে প্রথমে জিজ্ঞাসাবাদ চালায় বিএসএফ জওয়ানেরা। এসময় মেটাল ডিটেক্টর দিয়ে দেহ পরীক্ষার সময় শরীরের নিম্নাংশে ধাতব কিছুর উপস্থিতির সংকেত বেজে উঠে তাতে। এক পর্যায়ে শরিরে বিশেষভাবে লুকানো স্থান থেকে একে একে ৬ টি স্বর্নের বিস্কুট বের করে দেয় সে। স্বর্ন জব্দসহ তাকে ভারতীয় পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ সদস্যরা।

মন্তব্য ( ০)





  • company_logo