ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে তিনদিন ব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদের বিআরডিবি প্রাঙ্গনে উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আধুনিক প্রযুক্তি স¤প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপি এই মেলা অনুষ্ঠিত হচ্ছে।
বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্নের লাল-সবুজের বাংলাকে কৃষিতে সমৃদ্ধশালী করে আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে এমন কৃষি মেলার বেশি বেশি আয়োজনের কোন বিকল্প নেই। বিশেষ করে আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে উপজেলার কৃষকসহ সকল মানুষকে অবগত করতেই দেশব্যাপী কৃষি বিভাগের পক্ষ থেকে এমন মেলার আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক।
মেলার উদ্বোধন উপলক্ষে প্রথমেই একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান স্থান পদক্ষিণ শেষে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার ফারজানা হক, প্রাণী সম্পদ অফিসার ডাঃ মোঃ রফি ফয়সাল তালুকদার, সিনিয়র মৎস্য অফিসার শিল্পী রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম।
উপজেলা প্রকৌশলী ইসমাইল হোসেন, উপজেলা সমবায় অফিসার জাফরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ওবায়দুল ইসলাম, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম প্রমূখ। পরে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। মেলায় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে কম খরচে ফসল উৎপাদন বৃদ্ধি করা সম্ভব এমন আধুনিক প্রযুক্তি ও যন্ত্রের পসরা সাজিয়ে ১৪টি স্টল বসেছে মেলায়।
নওগাঁ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থ...
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এম এন্ড ইউ ট্রিমস্ ...
তথ্যপ্রযুক্তি ডেস্ক: হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাটের পাশাপ...
মন্তব্য ( ০)