• সমগ্র বাংলা
  • লিড নিউজ

সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের আকস্মিক মৃত্যু

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ১৪ মে, ২০২৪ ১৬:৪৮:১৮

প্রতীকী ছবি

সাতকানিয়া প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত স্কুলছাত্রের মোহাম্মদ জোবায়ের আহমেদ (১২) মারা গেছে। গতকাল সোমবার রাতে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

মোহাম্মদ জোবায়ের আহমেদ উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাদারবাড়ি এলাকার বাসিন্দা ও ব্যবসায়ী মোজাফফর আহমদের ছেলে। সে কেরানীহাট আশ-শেফা স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

কেঁওচিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ওসমান আলী জানান, স্কুলছাত্র জোবায়ের আহমেদ (৫ মে) বিকেলে কেঁওচিয়ার মাদারবাড়ি নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে উঠে পাশের গাছ থেকে বাঁশ উঁচিয়ে আম পাড়ছিল। এ সময় আম পাড়ার কাজে ব্যবহৃত বাঁশটি বিদ্যুৎ সঞ্চালন লাইনে লেগে জোবায়ের আহমেদ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। বিদ্যুৎস্পৃষ্টে তার শরীরের ৪৩ শতাংশ পুড়ে যায়।

তিনি আরও বলেন, গুরুতর আহত জোবায়েরকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় (১৩ মে) সোমবার রাত ১০টার দিকে তার মৃত্যু হয়। 

এদিকে এ ঘটনার পরপরই তার সহপাঠী, শিক্ষার্থী, শিক্ষক ও এলাকার সর্বস্তরের মানুষ তার বাড়িতে আসে এবং এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। এসময় স্বজন, সহপাঠিসহ সকলে কান্নায় ভেঙ্গে পড়েন।

মন্তব্য ( ০)





  • company_logo