• প্রশাসন

জামালপুরে পুনাকের ঈদ সামগ্রী বিতরণ 

  • প্রশাসন
  • ০৬ এপ্রিল, ২০২৪ ১২:০২:৪০

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। 

শুক্রবার (০৫ এপ্রিল) বিকেলে পুনাকের উদ্যোগে দেওয়ানগঞ্জের বানীয়ানীর চর এলাকায় 'দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় (প্রতিবন্ধী) এঁর বিশেষ চাহিদা সম্পন্ন প্রায় শতাধিক শিশুদের ঈদ উপহার বিতরণ করা হয়।

বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ করেন সভানেত্রী সানজিদা হক মৌ। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার  মোঃ কামরুজ্জামান বিপিএম। 

পুলিশ কর্মকর্তাদের সহযোগীতায় পুনাক আত্মমানবতার সেবায় সামাজিক কর্মকান্ডে কাজ করে যাচ্ছে। মানবতার কল্যাণে যেসব কর্মসূচি গ্রহণ করছে তা সত্যিই প্রশংসনীয়।

তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষ্যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণে তাদের জীবনযাত্রার মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে।

এসময় জামালপুর জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম দেওয়ানগঞ্জ বিশেষ শিক্ষা বিদ্যালয় প্রতিবন্ধী শিক্ষার্থীদের কল্যাণে ১লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সুমন কান্তি চৌধুরী অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল), জামারপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

মন্তব্য ( ০)





  • company_logo