ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ নির্ধারিত সময়ে জয় প্রায় নিশ্চিত ম্যানচেস্টার ইউনাইটেডের, তবে যোগ করা সময়ে খেলার মোড় পাল্টে দিল চেলসি। নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্যভাবে তারা খেলায় ফেরে জয় তুলে নিয়েছে।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল রাতে স্ট্যামফোর্ড ব্রিজে ইউনাইটেডকে ৪-৩ ব্যবধানে হারিয়েছে চেলসি। ইউনাইটেডের হয়ে জোড়া গোল করেন আলেহান্দ্রো গারনাচো। বাকি গোলটি আসে ব্রুনো ফোর্নান্দেসের পা থেকে। অপরদিকে চেলসির হয়ে হ্যাটট্রিক গোল করেন কোল পালমার। বাকি গোলটি করেন কনর গ্যালাগার।
ঘরের মাঠে এগিয়ে যেতে খুব বেশি সময় নেয়নি চিলসি। চতুর্থ মিনিটে মালো গুস্তো থেকে আসা বল রাফায়েল ভারানের পায়ে লেগে চলে আসে গ্যালাগারের কাছে। ১৬ গজ দূর থেকে দারুণ শটে জাল খুঁজে নেন এই মিডফিল্ডার। অষ্টাদশ মিনিটে কুকুরেইয়া ফাউলের শিকার হলে পেনাল্টি পায় স্বাগতিকরা। সফল স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন পালমার।
তবে হাল ছাড়েনি ইউনাইটেড। আক্রমণ চালাতে থাকে তারাও। যার সুফল পায় ৩৪তম মিনিটে। চেলসি গোলরক্ষকের ভুলে বল পেয়ে যান গারনাচো। পিছু নেওয়া ডিফেন্ডারদের ছিটকে দিয়ে লক্ষ্যভেদ করতে ভুলেননি এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। ৩৯তম মিনিটে ফের্নান্দেসের গোলে সমতায় ফেরে ইউনাইটেড। দিয়েগো দালোতের ক্রস থেকে হেডে লক্ষ্যভেদ করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
বিরতির পর খেলতে নেমে আক্রমণ আরও বাড়িয়ে দেয় ইউনাইটেড। ৬৭তম মিনিটে গিয়ে এগিয়ে যায় তারা। আন্তোনির ক্রস থেকে হেডে জাল খুঁজে নেন গারনাচো। নির্ধারিত ৯০ মিনিটের পর যোগ করা সময়ের নবম মিনিট পর্যন্ত এই স্কোরলাইনে জয়ের আশা দেখছিল ইউনাইটেড। তবে কে জানত পরের দুই মিনিটে বদলে যাবে সব।
যোগ করা সময়ের নবম মিনিটে ননি ফাউলের শিকার হয়ে পেনাল্টি পায় চেলসি। ভিএআর দেখে একই সিদ্ধান্ত বহাল থাকে। সেখান থেকে সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান পালমার। পরের মিনিটেই সতীর্থের কর্নার থেকে আসা বল জোরাল শটে জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূর্ণ করার পাশাপাশি দলকে জয় এনে দেন তিনি।
দারুণ এই জয়ে ২৯ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে দশম স্থানে উঠে এলো তারা। এক ম্যাচ বেশি খেলা ইউনাইটেড ৪৮ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)