• প্রশাসন

ঈদ উপলক্ষে জেলা ট্রাফিকের সচেতনতমূলক লিফলেট বিতরণ 

  • প্রশাসন
  • ০৪ এপ্রিল, ২০২৪ ২১:৪৫:৪৮

ছবিঃ সিএনআই

লালমনিরহাট প্রতিনিধিঃ "ট্রাফিক আইন মেনে চলুন, নিরাপদে বাড়ি ফিরুন" এই স্লোগানে ঈদ উপলক্ষে লালমনিরহাট ট্রাফিক জনগণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। 

বৃহস্পতিবার (০৪ এপ্রিল)  দুপুর ১টার দিকে লালমনিরহাট সদর ট্রাফিক পুলিশের আয়োজনে আগামী ঈদ-উল ফিতর উপলক্ষে ট্রাফিক সচেতনতা বৃদ্ধিতে চালক, যাত্রী ও সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণ  করেন। লিফলেট বিতরণ কাজের উদ্বোধন করেন লালমনিরহাট পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম।

লিফলেটে রয়েছে যাত্রী ও চালকদেরকে সতর্কমূলক পরামর্শ সহ  জরুরী প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়ার এবং  ৯৯৯ এ কল দেয়ার পরামর্শ, সেই সাথে  যাত্রাপথে অন্যের দেয়া কিছু না খাওয়া,  যাত্রী এবং চালকের মধ্যে সমন্বয় করে চলা,  যাত্রী হয়রানি বন্ধ করা, অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ কে এম ফয়জুর হক, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই এডমিন) আশীষ কুমার পাল, ট্রাফিক ইন্সপেক্টর মনির হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর শফিকুর ইসলামসহ সঙ্গীয় সার্জেন্ট ও পুলিশসদস্যরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo