ছবিঃ সিএনআই
কুড়িগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকার আয়োজনে পবিত্র ঈদ-উল-ফিতর ও বাংলা নববর্ষ ১৪৩১ উদযাপন উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা নিরাপত্তা এবং ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্তে সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (২ এপ্রিল) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের 'হল অব প্রাইড' এর সম্মেলন কক্ষে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বিপিএম-বার, পিপিএম এর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় কুড়িগ্রাম পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে যুক্ত ছিলেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম পিপিএম-সেবা। এছাড়াও ভার্চুয়ালি সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ সাজ্জাদ হোসেন, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মমিনুল ইসলাম সহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাবৃন্দ যুক্ত ছিলেন।
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে বৈষম্যবিরোধ...
পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী ...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ “আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব...
মন্তব্য ( ০)