• সমগ্র বাংলা

কুড়িগ্রামে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • ৩০ মার্চ, ২০২৪ ১৩:৪৩:৩৬

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাটে গাছের ডাল কাঁটতে গিয়ে গাছ থেকে পড়ে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার দুপুরে উপজেলার হাড়িডাঙ্গা গ্রামে।

এলাকাবাসীরা জানান, উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দূর্গাচরন মধ্য কালিপাঠ গ্রামের মৃত বাবু রামের ছেলে অনল রায়(৫০) অভাবের তাড়নায় দীর্ঘদিন ধরে দিন মজুরের কাছ করে আসছে। ঘটনার দিন শুক্রবার(২৯ মার্চ) দুপুরে দিন মজুরের কাজ করতে প্রতিবেশী হাড়িডাঙ্গা গ্রামের কৃষ্ণ রায়ের বাড়িতে ইউক্লিপটাস গাছের ডাল কাঁটাতে গাছে উঠে। কিন্তু ডাল কাঁটতে গিয়ে পা ফসকে গাছ থেকে মাটিতে পড়ে যায়। তাকে দ্রুত রাজারহাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। এ ঘটনায় মৃতের পরিবার থেকে রাজারহাট থানায় কোন  অভিযোগ দায়ের হয়নি বলে থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান নিশ্চিত করেন।

মন্তব্য ( ০)





  • company_logo