ছবিঃ সিএনআই
শ্রীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে অগ্নিকান্ডে তিনটি মুদী দোকান পুড়ে গেছে। এসময় দোকানে থাকা বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে ওই তিন দোকানের প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার (২৯ মার্চ) সকাল ৬টায় উপজেলার মাওনা ইউনিয়নের চকপাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকায় আগুনের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকান মালিক জসিম উদ্দিন, রতন মিয়া ও মোশারফ হোসেন খান জানান, সকাল ৬টার দিকে রতন মিয়া তার দোকান খুলতে এসে দোকানে আগুন দেখতে পান। তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন প্রথমে মোশাররফ হোসেনের মুদী দোকানে আগুন লাগে। পরে পাশের জসিম উদ্দিন ও রতন মিয়ার মুদী দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে ওই তিন দোকানের মুদী মালসহ প্রায় ১৩ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
মাওনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহবুবুর রহমান জানান, চকপাড়া মেডিকেল মোড়ে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। ফায়ার সার্ভিস প্রায় আধা ঘণ্টার চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্তের পর ক্ষয়ক্ষতির সঠিক পরিমান জানা যাবে।
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একটি...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারী উপজেলায় নিয়...
নওগাঁ প্রতিনিধি : টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থ...
নওগাঁ প্রতিনিধি : পরিবর্তিত প্রেক্ষাপটের পরে নওগাঁয় পুলিশ...
মন্তব্য ( ০)