• সমগ্র বাংলা

ঠাকুরগাঁওয়ে ক্বিরাত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

  • সমগ্র বাংলা
  • ১৮ মার্চ, ২০২৪ ২২:৫৫:২৬

ছবিঃ সিএনআই

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সাবেক মন্ত্রী মির্জা রুহুল আমিনের ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে ক্বিরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। সোমবার শহরের জে.আর সেন্টারে এ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। মির্জা রুহুল আমিন স্মৃতি পরিষদের আয়োজনে ক্বিরাত প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো: রশীদ আলম, সালন্দর বিশ্ব ইসলামী মিশন মসজিদের খতিব হাফেজ মাওলানা মো: হুমায়ন কবির, হাজীপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.বি.এম মাসুদ রেজা। 

পরে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মো: ইয়াকুব আলীর সভাপতিত্বে বক্তব্য দেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, হাসান মাহমুদ মামুন, মো: ইন্তাজুল ইসলাম ফজির, খয়রুল ইসলাম রোমান, শওকত আলী, মেহেদী হাসান জুয়েল, ওয়াহিদ নেয়াজ ও ক্বিরাত প্রতিযোগিতার বিচারকগণ।

শেষে ক্বিরাত প্রতিযোগিতায় অংশগ্রহনকারী ২টি গ্রæপের ৬ জন শিশুর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। একই সাথে সংগঠনের কার্যকরী নির্বাহী কমিটির সদস্য মরহুম বীর মুক্তিযোদ্ধা তৈমুর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

মন্তব্য ( ০)





  • company_logo