ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্কঃ সর্বশেষ সিরিজে ভারপ্রাপ্ত অধিনায়ক ছিলেন নাজমুল হাসান শান্ত। এখন তিনি জাতীয় দলের তিন ফরম্যাটের অধিনায়ক। বুধবার ওয়ানডের নিয়মিত অধিনায়ক হিসেবে মাঠে নেমেই ১২২ রানের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন। তার ব্যাটে সহজ জয় পেয়েছে বাংলাদেশ।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শান্তর ওই ইনিংসের প্রশংসা করেছেন অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। তার মতে, ম্যাচটা ছিল শান্তর একক শো। নেতৃত্বভার শান্তর থেকে সেরাটা বের করে আনছে। দায়িত্ব উপভোগ করছে সে।
মুশফিক বলেন, ‘শান্তর এই সেঞ্চুরি প্রাপ্য ছিল। ভালো ব্যাটিং করেছে সে। কিছু কিছু ব্যক্তির থেকে নেতৃত্বভার সেরাটা বের করে আনে। শান্ত তাদেরই মতো একজন। সে তার নেতৃত্ব উপভোগ করছে। আমি জানতাম, সর্বোচ্চ পর্যায়ে পারফর্ম করার সামর্থ্য আছে তার।’
বিপিএল ভালো যায়নি শান্তর। তবে জাতীয় দলের জার্সিতে রান পেয়েছেন তিনি। এর আগে টি-২০ সিরিজেও ফিফটি পেয়েছেন বাঁ-হাতি এই ব্যাটার। বিষয়টি নিয়ে মুশফিক জানিয়েছেন, শান্ত খুব ভালো প্রসেসের মধ্যে ছিল। অনুশীলনে ভালো করছিল। যা দেখে মনে হচ্ছিল, ওর জন্য রান করা সময়ের ব্যাপার মাত্র।
শ্রীলঙ্কার ২৫৬ রান তাড়ায় মুশফিক এবং শান্ত ১৬৫ রানের জুটি গড়েছেন। তবে মুশফিকের চোখে, শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদের ৬৯ রানের জুটিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, ‘আমাদের জুটিটা অবশ্যই ভালো হয়েছে। তবে আসল জুটিটা হয়েছে রিয়াদ ভাই ও শান্তর। ওই সময় বল নতুন ছিল,সুইং পাচ্ছিল ওরা, শিশিরের প্রভাবও ছিল না। আমরা ম্যাচে কখনই রান রেটে পিছিয়ে ছিলাম না, শিশিরের কারণে পরে ওরা সুবিধা করতে পারেনি।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)