• সমগ্র বাংলা
  • লিড নিউজ

উখিয়া সীমান্তে উত্তেজনা পরিস্থিতিতে গ্রেনেডে আহত সেই কৃষকের মৃত্যু

  • সমগ্র বাংলা
  • লিড নিউজ
  • ০৯ মার্চ, ২০২৪ ১৬:০৭:১০

প্রতীকী ছবি

কক্সবাজার প্রতিনিধিঃ মিয়ানমারের অভ্যন্তরে সংঘাত ও সংঘর্ষ চলাকালে ওপার থেকে ছোড়ে আসা গ্রেনেডে আহত হওয়া সেই বাংলাদেশি কৃষক আনোয়ার সালাম মোবারকের মৃত্যু হয়েছে।

 বৃহস্পতিবার রাতে  কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত যুবকের নাম আনোয়ারুল ইসলাম (৩৫) উখিয়ার পালংখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের রহমতের বিল গ্রামের আবদুস সালামের ছেলে। তিন সন্তানের জনক।কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন মোবারক। গতকাল বিকেলে থাইংখালীতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। 

পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, "গত ৬ ফেব্রুয়ারি মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বিপুল অস্ত্র নিয়ে একদল রোহিঙ্গা সন্ত্রাসী বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা চালায়। ওই দিন পালংখালীর রহমতের বিল সীমান্ত দিয়ে মিয়ানমার বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) সদস্যদের সঙ্গে অস্ত্রধারী ২৩ জন রোহিঙ্গা সন্ত্রাসীও অনুপ্রবেশ করছিলেন। তখন স্থানীয় বাসিন্দারা অস্ত্রধারী রোহিঙ্গা সন্ত্রাসীদের বাধা দিলে তাঁরা গুলি ছোড়েন। এতে পাঁচজন বাংলাদেশি আহত হন। এর মধ্যে আনোয়ারুল ইসলামও গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় আনোয়ারকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। এক মাস চিকিৎসাধীন অবস্থায় গতকাল বৃহস্পতিবার রাতে তিনি মারা যান"।

শ্বশুর জাগির হোছেন জানান, ওই দিন গ্রেনেড হামলায় মাথা, পা ও পেটে আঘাত পেয়েছিলেন মোবারক।

মন্তব্য ( ০)





  • company_logo