• বিশেষ প্রতিবেদন

বালিয়ামারী হাট-বাজার শতবর্ষ পূর্তি অনুষ্ঠান পালিত

  • বিশেষ প্রতিবেদন
  • ০২ মার্চ, ২০২৪ ২০:১৬:০৫

ছবিঃ সিএনআই

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলার ঐতিহ্যবাহী বালিয়ামারী হাট বাজারের ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে ২ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার ১ম দিবসে অনুষ্ঠানের শুভ উদ্বোাধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর রাজিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা আকবর হোসেন হিরো। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরন মো: ইলিয়াস। এছাড়া উপস্থিত ছিলেন বালিয়ামারী আলহেরা হাফিজিয়া মাদ্রাসার সভাপতি প্রবীন সাংবাদিক মতিউর রহমান,আলহেরা হাফিজিয়া মাদ্রাসার সাধারন সম্পাদক আলহাজ শামছুল ইসলাম, চর রাজিবপুর বিএম কলেজের অধ্যক্ষ মাহবুবুর রশিদ মন্ডল,বালিয়ামারী হাট বাজার বণিক সমিতির সভাপতি মাষ্টার শাহজাহান আকুল,বিশিষ্ট বর্ডার হাট ব্যবসায়ী বাবু মিয়া, বর্ডার হাট ক্রেতা কমিটির সভাপতি মমিনুল ইসলাম মিন্টু,বালিয়ামারী হাট বাজার ইজারাদার সাইদুর রহমান, সাবেক উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান তারেক, রাজিবপুর উপজেলা ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলাম ,সাধারন সম্পাদক বায়েজিদ হোসেন বিজয় প্রমুখ।

আনন্দ র‌্যালী শেষে প্রধান অতিথি আকবর হোসেন হিরো জানান,১৯২৪ইং সালে এই হাটটি শুরু করা হয়। তখন এই এলাকার মধ্যে সুনামধন্য হাট ছিল এটি। কাছেই ছিল ভারতের কালাইয়ের চর হাট। পাকিস্তান আমলে সুদুর ময়মনসিংহ,টাঙ্গাইল,পাবনা ও জামাল পুর থেকে ব্যবসায়ীরা ২/৩ দিন আগে থেকে হাটে এসে অবস্থান করত কেনা-কাটার জন্য। বালিয়ামারী বাজারের বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল ইসলাম ও লুৎফর রহমান জানান,বিগত ১০০ বছরের হাট-বাজারটির তেমন উন্নতি হয়নি। হাটের পাশ দিযে বয়ে গেছে জিনজিরাম নদী। প্রতি বছর বন্যার সময় নদী ভাঙ্গনের ফলে ও চারপাশে দখল করার ফলে হাটটি সীমানা কমে গেছে। জরুরী ভিত্তিতে নদীতীর ভাঙ্গন প্রতিরোধ ও দখলকারীদের হাত থেকে বাজারের জমি উদ্ধার করা প্রয়োজন। আলোচনা শেষে ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মিরন মো; ইলিয়াস। রোববার দিনব্যাপী থাকবে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ষপূর্তি অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় আছেন মাজহারুল ইসলাম ও কামাল হোসেন।

মন্তব্য ( ০)





  • company_logo