ছবিঃ সংগৃহীত
স্পোর্টস ডেস্ক: কিলিয়ান এমবাপে রিয়াল মাদ্রিদে যাবেন নাকি পিএসজিতেই থেকে যাবেক এই জল্পনা-কল্পনার অবসান হতে চলেছে অবশেষে। গত সপ্তাহেই ফরাসি এই তারকা তাঁর বর্তমান ক্লাব সভাপতি নাসের আল খেলাইফিকে জানিয়ে দিয়েছেন যে, চুতি মৌসুম শেষেই বিদায় নিবেন তিনি। এদিকে স্প্যানিশ ক্রীড়াবিষয়ক গণমাধ্যম মার্কা জানিয়েছে, রিয়ালের সঙ্গে ইতোমধ্যেই ৫ বছরের চুক্তি সেরেছেন এমবাপে। এমবাপের সঙ্গে ২০২৪ সালের জুন পর্যন্ত চুক্তি আছে পিএসজির।
তবে দুই পক্ষের কাছেই সুযোগ ছিল এই চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়িয়ে নেয়ার। তবে তা করবেন ন বলে আরও আগেই ফরাসি জায়ান্টদের জানিয়ে দিয়েছিলেন এমবাপে। এরপর কদিন আগেই তিনি জানিয়েছেন, চলতি মৌসুম শেষে ফ্রি এজেন্ট হিসেবেই ক্লাব ছাড়ছেন তিনি।
এদিকে গত সপ্তাহে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের দলবদল বিষয়ক বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছিলেন, এমবাপে ও পিএসজি একসঙ্গে আলোচনা করেই দলছাড়ার প্রক্রিয়া সম্পন্ন করবে। রোমানো আরও জানিয়েছিলেন, এমবাপেকে এবারও দলে নেয়ার জন্য জোর চেষ্টা চালিএ যাচ্ছে রিয়াল।
তবে ২০২২ সালে ফরাসি তারকাকে যে বেতন দেয়ার কথা বলা হয়েছিল এখন তাঁর চেয়ে কম বেতন প্রস্তাব করা হয়েছে। এদিকে মার্কা জানিয়েছে, এমবাপের সঙ্গে ইতোমধ্যেই চুক্তি সম্পন্ন করেছে রিয়াল। এই চুক্তি অনুযায়ী, ২০২৯ সাল পর্যন্ত স্প্যানিশ জায়ান্টদের হয়ে খেলবেন ২০১৮ বিশ্বকাপজয়ী এই তারকা।
মার্কার প্রতিবেদনে জানা গেছে, পিএসজি সভাপতিকে এমবাপে জানিয়েছেন যে তিনি ইতোমধ্যেই রিয়ালের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। রিয়ালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন বলেই পিএসজি সভাপতিকে নতুন কোনো প্রস্তাব না দেয়ার অনুরোধও করেছেন এমবাপে।
চট্টগ্রাম প্রতিনিধিঃ আইনজীবি সাইফুল ইসলাম আলিফ হত্যা...
গোপালপুর প্রতিনিধি: টাঙ্গাইল এসোসিয়েশন, উত্তরা এবং...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারী ফেরিঘাট থেকে চিলম...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রাজারহাট থানা পুলিশ শুক্...
মন্তব্য ( ০)