• প্রশাসন

চুয়াডাঙ্গায় নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত 

  • প্রশাসন
  • ০৬ জানুয়ারী, ২০২৪ ১৩:১৪:৪৬

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এবং যেকোনো ধরনের নাশকতামূলক কার্যক্রমকে প্রতিহত করার লক্ষে ৫ জানুয়ারি বিকাল ৩ হতে রাত সাড়ে ৮ পর্যন্ত  জেলা প্রশাসন, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার ব্যাটালিয়ন এর বিভিন্ন পদমর্যাদার অফিসার ফোর্সের সমন্বয়ে গাড়ীবহর যোগে যৌথ মহড়া অনুষ্ঠিত হয়। এ মহড়া অব্যাহত থাকবে নির্বাচনকালীন সময় পর্যন্ত।

এসময়  যৌথ মহড়ায় জেলা প্রশাসক, পুলিশ সুপার, অধিনায়ক, ৬ বিজিবি, সহকারী পরিচালক, ৫৮ বিজিবি, স্কোয়ার্ড কমান্ডার, র‌্যাব-১২, পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গাগণের নেতৃত্বে চুয়াডাঙ্গা শহরের প্রধান প্রধান সড়কে ডমিনেন্স প্যাট্রোলিং করেন।

পরবর্তীতে দামুড়হুদা মডেল থানাধীন জুড়ানপুর, মুক্তারপুর ও কোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র, দর্শনা থানাধীন দক্ষিণ চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়, দোস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জীবননগর থানাধীন উথুলী বাসস্ট্যান্ড বাজার, আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপস্থিত ভোটারসহ জনসাধারনের উদ্দেশ্য আগামী ০৭ই জানুয়ারি ২০২৪ খ্রিঃ তারিখে অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সাধারণ ভোটারদের সঙ্গে স্থানীয় পরিবেশ ও আইনশৃংখলা পরিস্থিতি নিয়ে কথা বলেন এবং নির্বাচনের দিন উৎসবমুখর পরিবেশে ভোটকেন্দ্রে এসে নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট প্রদানের আহবান জানান।

ভোট প্রদানে বাঁধার সৃষ্টি হলে জাতীয় জরুরি সেবা 999, পুলিশ কন্ট্রোলরুম, সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ/ডিউটি অফিসার, ইউএনও/এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বৃন্দের মোবাইল নাম্বারে অথবা র‌্যাব, বিজিবি, সেনাবাহিনীর টিম কে  তাৎক্ষণিকভাবে জানানোর পরামর্শ প্রদান করেন। যারা এ ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে বলে সাধারণ মানুষদের আশ্বস্ত করেন।

এছাড়াও জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয় বলেন,ভোটের দিন ভোট কেন্দ্রসহ বিভিন্ন স্থানে সাদা পোশাকে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা পুলিশ সহ অন্যান্য গোয়েন্দা সংস্থার  লোকজনের নজরদারি থাকবে ।

সর্বশেষ ,সার্বিক আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে চুয়াডাঙ্গার আপামর জনসাধারণের সহযোগিতা প্রত্যাশা করেন।

চুয়াডাঙ্গা জেলার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. কিসিঞ্জার চাকমা মহোদয়ের নেতৃত্বে জনাব শারমিন আক্তার, উপ-পরিচালক, স্থানীয় সরকার, চুয়াডাঙ্গা; জনাব রোকসানা মিতা, উপজেলা নির্বাহী অফিসার দামুড়হুদা; জনাব হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী অফিসার, জীবন নগর, চুয়াডাঙ্গাসহ অন্যান্য সহকারী কমিশনারগন উক্ত মহাড়ায় অংশগ্রহণ করেন।

চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব আর এম ফয়জুর রহমান, পিপিএম-সেবা মহোদয়ের নেতৃত্বে জনাব মোঃ রিয়াজুল ইসলাম, (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ); চুয়াডাঙ্গা; জনাব মোঃ নাজিম উদ্দিন আল আজাদ, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)

জনাব আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল); জনাব জাকিয়া সুলতানা, সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব মোঃ আলমগীর কবীর, অফিসার ইনচার্জ, দামুড়হুদা মডেল থানা।

জনাব বিপ্লব কুমার সাহা, অফিসার ইনচার্জ, দর্শনা থানা; জনাব এস এম জাবীদ হাসান, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, জনাব ফেরদৌস ওয়াহিদ, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, চুয়াডাঙ্গাসহ ডিবি, ট্রাফিক, দামুড়হুদা, দর্শনা ও জীবননগর থানা পুলিশের টিম অংশগ্রহণ করে।

জনাব সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল, অধিনায়ক, ৬বিজিবি, চুয়াডাঙ্গা এবং জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, সহকারী পরিচালক, ৫৮ বিজিবি, মহেষপুরের নেতৃত্বে বিজিবি'র গাড়ীবহরের টিম অংশগ্রহণ করেন। জনাব কিশোর রায়, স্কোয়ার্ড কমান্ডার, র‌্যাব-১২ এর নেতৃত্বে র‌্যাবের একটি টিম।

জনাব মোঃ কামরুল ইসলাম, পরিচালক, ১৪ আনসার ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা'র নেতৃত্বে আনসার ব্যাটালিয়নের একটি টিম।

মন্তব্য ( ০)





  • company_logo