• সমগ্র বাংলা

চুয়াডাঙ্গায় ১ আসনের নৌকার প্রার্থীর বিশাল নির্বাচনী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত 

  • সমগ্র বাংলা
  • ০৩ জানুয়ারী, ২০২৪ ২০:৫১:১৩

ছবিঃ সিএনআই

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ  চুয়াডাঙ্গার ১ আসনের নৌকার প্রার্থী সোলায়মান হক জোয়ার্দার ছেলুনের নেতৃত্বে এক বিশাল নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।  সমাবেশ শেষে শহরে  নৌকার শ্লোগানে এক বিশাল মিছিল করা হয় । বুধবার বিকাল ৪ টায় চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। পরবর্তীতে হাজারো নেতাকর্মী ও  অর্ধ লক্ষ জনতার  একটি মিছিল বের করা হয়।

সমাবেশে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন উপস্থিত হয়ে জনতার উদ্দেশ্যে বলেন এলাকার উম্নয়ন ধরে রাখতে হলে আগামী ৭ জানুয়ারী আপনাদের মূল্যবান ভোট দিয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে।

এর পর তিনি  বিশাল মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় উপস্থিত জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ যুবলীগ নেতৃবৃন্দ, ও ছাত্রলীগ এবং  মহিলালীগের সদস্য ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

মন্তব্য ( ০)





  • company_logo