• সমগ্র বাংলা

পঞ্চগড়ে ভোক্তার জরিমানা

  • সমগ্র বাংলা
  • ০৪ সেপ্টেম্বর, ২০২৩ ১৮:১২:৫১

ছবিঃ সিএনআই

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার এবং  একই ফ্রিজে মাছ মাংসসহ অন্যান্য প্রসেস খাবার রাখা ও দইয়ে লেবেল না থাকায় ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড়।সোমবার (৪ সেপ্টেম্বর) বোদা উপজেলার শিপাইপাড়া ও বোদা বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, জাতীয় ভোক্তা অধিকার আইন-২০০৯ এর বিভিন্ন ধারা অনুযায়ী মেসার্স ভাই ভাই ঢাকা বেকারিকে অনুমোদনহীন ফ্লেভার ব্যবহার করায় ৫ হাজার এবং নুরজাহান হোটেলকে একই ফ্রিজে মাছ মাংস ও অন্যান্য প্রসেস খাবার রাখাসহ দইয়ে লেবেল না থাকায়

২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযানের সময় নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।অভিযান পরিচালনা সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর, জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

মন্তব্য ( ০)





  • company_logo