• শিক্ষা
  • লিড নিউজ

এসএসসি পরীক্ষা ২০২৩ প্রস্তুতি

  • শিক্ষা
  • লিড নিউজ
  • ০৪ জানুয়ারী, ২০২৩ ১৫:৩১:৪৩

ছবিঃ সংগৃহীত

নিউজ ডেস্কঃ মানুষ

- কাজী নজরুল ইসলাম

কাজী নজরুল ইসলাম (১৮৯৯-১৯৭৬) রচিত সাম্যবাদী কাব্যগ্রন্থের অন্তর্গত মানুষ কবিতাটি কবির সাম্যবাদী চেতনার উৎকৃষ্ট উদাহরণ। কবি সামাজিক অবিচার ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। বাংলা সাহিত্যে ‘বিদ্রোহী কবি’ হিসাবে খ্যাত কাজী নজরুল ইসলাম নিজের রচিত কবিতায় আরবি-ফারসি শব্দের সার্থক ব্যবহার করেছেন। মানুষ কবিতায় কবি ধর্ম ব্যবসায়ীদের মুখোশ উন্মোচন করেছেন। যারা নিরন্ন মানুষকে সামর্থ্য থাকা সত্ত্বেও অন্ন দান করে না। কবি সেসব মানুষকে হৃদয়হীন বলেছেন। সে যদি মন্দিরের পুরোহিত বা মসজিদের মোল্লা সাহেবও হয়, তবুও তাদের এমন হৃদয়হীন কাজকে কবি সমর্থন করেন না। কবি বিশ্বাস করেন, মানুষের চেয়ে বড় কিছু হতে পারে না। ধর্মও সে কথাই বলে। পৃথিবীর নানা ধর্ম, বর্ণ ও জাতির কাছে নিজ নিজ ধর্মবিশ্বাস অত্যন্ত শক্তিশালী হলেও সব কিছুর উপরে মানুষের সেবা। ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণের চেয়ে মন্দিরের পুরোহিত ও মসজিদের মোল্লা সাহেবের কাছে নিজের সুখ-সুবিধা বড় হয়ে উঠেছে। কবি এসব ধর্ম ব্যবসায়ীদের নাগাল থেকে মন্দির ও মসজিদ উদ্ধার করতে চান। তিনি মনে করেন স্রষ্টার আলয় সব মানুষের জন্য সারাক্ষণ খোলা থাকবে। স্বার্থবাদী এসব ধর্মব্যবসায়ীদের বিরুদ্ধে তিনি মহান যোদ্ধাদের আহ্বান করেছেন। কবি মনে করেন, মানুষকে কেন্দ্র করে ধর্ম, ধর্মকে কেন্দ্র করে মানুষ নয়। কে স্রষ্টাকে ডেকেছে কে ডাকেনি তা বিচার্য বিষয় নয়, স্রষ্টার সৃষ্টি মানুষ ক্ষুধায় কষ্ট পাচ্ছে তার এ কষ্ট দূর করা সবার কর্তব্য।

‘মানুষ’ কবিতার যে দিকগুলো ভালো করে পড়তে হবে :

কাজী নজরুল ইসলামকে বলা হয় সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি। তার কবিতায় মানুষে মানুষে সাম্যের কথা প্রাধান্য পেয়েছে। ‘মানুষ’ কবিতাটিও তার ব্যতিক্রম নয়।

এ কবিতাটি পড়ার সময় যে বিষয়গুলো গভীরভাবে পড়তে হবে তা তুলে ধরা হলো।

১. মানুষ কবিতায় কবি কীভাবে সাম্যের কথা বলেছেন? পূজারী স্বপ্নে কী দেখেছে?

২. পূজারী মন্দিরের দরজা খোলার পর তার প্রতিক্রিয়া কী হলো?

৩. কেন মন্দিরের দরজা বন্ধ হলো?

৪. মসজিদের মোল্লা সাহেব হেসে কুটি কুটি কেন?

৫. মসজিদে আগত মুসাফিরের অবস্থা কেমন ছিল?

৬. কেন মোল্লা মুসাফিরকে গো-ভাগাড়ে গিয়ে মরতে বলেছে?

৭. কেন মোল্লা সাহেব মসজিদে তালা দিল?

৮. কেন ভুখারি স্রষ্টার কাছে মনের ক্ষোভ প্রকাশ করেছে?

৯. কবি কেন চেঙ্গিস খান, গজনি মামুদ ও কালা পাহাড়কে আহ্বান করেছেন?

১০. কবি কোথায় এবং কেন হাতুড়ি, শাবল চালাতে বলেছেন?

১১. কবিতায় কীভাবে ধর্মের চেয়ে মানুষের অধিকার প্রাধান্য পেয়েছে?

১২. কবিতায় ধর্ম ব্যবসায়ীদের প্রতি কবির দৃষ্টিভঙ্গি কেমন?

১৩. মোল্লা পুরোহিত কেন স্রষ্টার আলয়ে তালা লাগিয়েছে?

পদার্থবিজ্ঞান

মো. বদরুল ইসলাম

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা

পদার্থের অবস্থা ও চাপ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৮৪. চাপের একক কি? উত্তর : Nm¯²

৮৫. 1N বল 1m² ক্ষেত্রের উপর ক্রিয়া করলে যে চাপ হয় তাকে কী বলে? উত্তর : 1Nm¯²

৮৬. 10N বল 2m² ক্ষেত্রে প্রযুক্ত হলে চাপ কত হবে?

উত্তর : 5PA

৮৭. ধাক্কা ও চাপের সমীকরণ কী? উত্তর : F=PxA

৮৮. সমান আয়তনের এক টুকরা লোহা এবং এক টুকরা কর্ক পানিতে ছেড়ে দিলে কোনটি ভেসে থাকবে?

উত্তর : কর্ক।

৮৯. টরিসেলির পরীক্ষায় ব্যবহৃত কাচের নলটি কিরূপ থাকে? উত্তর : পুরু ও এক মুখ খোলা।

৯০. কোনো নির্দিষ্ট স্থানে কোনো নির্দিষ্ট তরলের ক্ষেত্রে সম্পর্কটি কি হবে? উত্তর : P∝h

৯১. টারসেলির শূন্যস্থানে কী থাকে?

উত্তর : সামান্য পারদ বাষ্প

৯২. প্লাজমা টর্চ দ্বারা কী করা হয়?

উত্তর : ধাতব পদার্থ কাটা

৯৩. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক কী? উত্তর : Nm¯²

৯৪. এক লিটার পানিকে বরফে পরিণত করলে এর আয়তন কত? উত্তর : ১২/১১ লিটার।

৯৫. কার সূত্রকে বলবৃদ্ধিকরণ নীতি বলা হয়?

উত্তর : প্যাসকেলের।

৯৬. কত তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি?

উত্তর : 277 K

৯৭. কিসের ঘনত্ব সবচেয়ে কম? উত্তর : বরফ।

৯৮. স্থিতিস্থাপক গুণাঙ্কের একক আর কিসের একক অভিন্ন? উত্তর : চাপ।

৯৯. সোনার তৈরি একটি নিরেট সিলিন্ডারের আয়তন 20cm³। সিলিন্ডারটির ভর কত? উত্তর : 386 g

১০০. পদার্থের অণুগুলো গতিশীল আছে, এ ধারণা পদার্থের কোন তত্ত্বের মূল বিষয়? উত্তর : আণবিক তত্ত্ব।

১০১. কোনো বস্তুর একক আয়তনে পদার্থের পরিমাণকে কী বলে? উত্তর : ঘনত্ব।

১০২. পদার্থের চতুর্থ অবস্থার নাম কী? উত্তর : প্লাজমা।

১০৩. শিল্প কারখানায় ধাতব পদার্থ কাটার জন্য কী ব্যবহার করা হয়? উত্তর : প্লাজমা টর্চ।

১০৪. কিসের আপেক্ষিক গুরুত্ব সবচেয়ে কম? উত্তর: লোহা।

১০৫. 5kg ভরের মধ্যে 2cm² ক্ষেত্রফল বিশিষ্ট তলে স্থাপন করা হলে, চাপ কত হবে? উত্তর : 2.45 x 10⁵Pa

১০৬. একটি পুকুরের দৈর্ঘ্য 25m এবং প্রস্থ 15 m. এতে 2m গভীর পানি থাকলে পানির ভর কত?

উত্তর : 7.5 x10⁵Kg

১০৭. কোনো বস্তুর প্রতি একক ক্ষেত্রফলের ওপর লম্বাভাবে প্রযুক্ত বলকে কী বলে? উত্তর : চাপ।

১০৮. পৃথিবী পৃষ্ঠে প্রতি বর্গমিটারে চাপ কত? উত্তর: 10⁵ N

১০৯. একজন পূর্ণবয়স্ক মানুষের দেহের ক্ষেত্রফল 1.5m² হলে তার ওপর বায়ুমণ্ডল কত বল প্রয়োগ করবে?

উত্তর : 1.5×10⁵N

১১০. কোন বস্তু যে জায়গা জুড়ে থাকে তাকে কী বলে?

উত্তর : আয়তন।

ভূগোল ও পরিবেশ

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

মহাবিশ্ব ও আমাদের পৃথিবী

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৬৭। পৃথিবী আবর্তনের দৈনিক গতিকে কী বলে?

ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি

গ) ঘূর্ণনগতি ঘ) ষান্মাসিক গতি

৬৮। পৃথিবী সূর্যের চারদিকে আবর্তন করছে-

ক) পূর্ব থেকে পশ্চিমে খ) উত্তর থেকে দক্ষিণে

গ) পশ্চিম থেকে পূর্বে ঘ) দক্ষিণ থেকে উত্তরে

৬৯। ৩৬৬ দিনে বছর হলে তাকে কী বলে?

ক) একবর্ষ খ) অধিবর্ষ গ) উপবর্ষ ঘ) সৌরবর্ষ

৭০। ঢাকায় পৃথিবীর আহ্নিন গতির বেগ কত?

ৃ ক) ১৫০০ কিমি. খ) ১৬০০ কিমি.

গ) ১৭০০ কিমি. ঘ) ১৮০০ কিমি.

৭১। পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি কোথায়?

ক) অক্ষ রেখায় খ) দ্রাঘিমা রেখায়

গ) সমাক্ষ রেখায় ঘ) নিরক্ষ রেখায়

৭২। আন্তর্জাতিক তারিখ রেখা ঘোষণা করা হয় কত সালে?

ক) ১৮৮০ খ) ১৮৮৪ গ) ১৯০৪ ঘ) ১৯৮৪

৭৩। বার্ষিক গতির ফল হলো-

i) পৃথিবীতে দিবারাত্রি সংঘটন ii) দিবারাত্রির হ্রাস-বৃদ্ধি iii) ঋতু পরিবর্তন

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii

৭৪। কত সালে ফুকো দোলকের সাহায্যে আহ্নিক গতির পরীক্ষা করেন?

ক) ১৮১৫ খ) ১৮৪৯ গ) ১৮৫১ ঘ) ১৮৯১

৭৫। তাপমাত্রার পার্থক্য অনুসারে সারা বছরকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে?

ক) চারটি খ) পাঁচটি গ) তিনটি ঘ) ছয়টি

৭৬। দ্রাঘিমা নির্ণয় করা যায়-

i) সুমেরু ও কুমেরু বৃত্তের অবস্থান দ্বারা

ii) স্থানীয় সময়ের পার্থক্য দ্বারা

iii) গ্রিনিচের সময় দ্বারা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) ii ও iii

৭৭। পৃথিবীতে দিবারাত্রি সংঘটিত হওয়ার কারণ হলো-

ক) আহ্নিক গতি খ) বার্ষিক গতি গ) মহাকর্ষ বল ঘ) অভিকর্ষ বল

৭৮। প্রতি ডিগ্রি অক্ষাংশকে ভাগ করা হয়-

i) মিনিটে ii) সেকেন্ডে iii) ঘণ্টায়

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) i, ii ও iii

৭৯। আন্তর্জাতিক তারিখ রেখা কোনটি?

ক) ১২০° দ্রাঘিমা রেখা খ) ০° দ্রাঘিমা রেখা

গ) ১৮০° দ্রাঘিমা রেখা ঘ) ৯০° দ্রাঘিমা রেখা

৮০। অধিবর্ষ নির্ধারণের ক্ষেত্রে কোন মাসে একদিন বাড়িয়ে ধরা হয়?

ক) ফেব্রুয়ারি খ) জুলাই গ) সেপ্টেম্বর ঘ) ডিসেম্বর

৮১। মহাবিষুব বলা হয় কোনটিকে?

ক) শারদ বিষুবকে খ) মকর ক্রান্তিকে

গ) বসন্ত বিষুবকে ঘ) কর্কট ক্রান্ত্রিকে

৮২। পুরো প্রথিবীকে কয়টি গোলার্ধে ভাগ করা হয়েছে?

ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি

৮৩। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়?

ক) ১৮০° দ্রাঘিমা রেখায় খ) সুমেরুবৃত্তে

গ) দক্ষিণ গোলার্ধে ঘ) উত্তর গোলার্ধে

৮৪। সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী আপন মেরুরেখাকে কক্ষপথের সঙ্গে কত ডিগ্রি কোনে হেলিয়ে রাখে?

ক) ২৩.৫° খ) ৪৫° গ) ৬৬.৫° ঘ) ৯০°

৮৫। বাংলাদেশের সঙ্গে প্রিনিচ মান সময়ের পার্থক্য কত?

ক) ৪ ঘণ্টা খ) ৬ ঘণ্টা গ) ৮ ঘণ্টা ঘ) ১২ ঘণ্টা

৮৬। কোনটি কুমেরু বৃত্ত?

ক) ৬৬.৫° দক্ষিণ অক্ষরেখা

খ) ২৩.৫° দক্ষিণ অক্ষরেখা

গ) ৬৬.৫° উত্তর অক্ষরেখা

ঘ) ২৩.৫° উত্তর অক্ষরেখা

৮৭। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের ওপর আবর্তন করতে সময় নেয়

ক) ২৪ ঘণ্টা খ) ২৩ ঘণ্টা

গ) ২৩ ঘণ্টা ৫৬ মি. ৪ সে.

ঘ) ২৩ ঘণ্টা ৪ মি. ৫৬ সে

৮৮। ‘পৃথিবীর উত্তর দক্ষিণ চাপা, মাঝখানে সামান্য স্ফীত’ পৃথিবীর আবর্তনের ফলেই এমন আকৃতি- কার মত এটি?

ক) নিউটন খ) প্লুটো গ) গ্যালিলিও ঘ) ফুকো

৮৯। উত্তর গোলার্ধে যখন বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে তখন কোন কাল?

ক) শীত খ) বসন্ত গ) গ্রীষ্ম ঘ) শরৎ

৯০। পৃথিবীর আবর্তন পথ কী ধরনের?

ক) অধিবৃত্তাকার খ) উপবৃত্তাকার

গ) বৃত্তাকার ঘ) সমতল

৯১। অধিবর্ষের ক্ষেত্রে ফেব্রুয়ারি মাস কত দিনে গণনা করা হয়?

ক) ২৮ খ) ২৯ গ) ৩০ ঘ) ৩১

৯২। পৃথিবী ও নক্ষত্রদের মধ্যে এবং নক্ষত্রদের পরস্পরের দূরত্ব কোন এককে মাপা হয়?

ক) কিমি. খ) মাইল

গ) মাইক্রোমিটার ঘ) আলোকবর্ষ

৯৩। নিচের কোনটি একটি উপগ্রহ?

ক) পৃথিবী খ) মঙ্গল গ) চাঁদ ঘ) বুধ

৯৪। ১৮০° দ্রাঘিমা রেখা পৃথিবীর পশ্চিম বা পূর্ব গোলার্ধের তারিখ বিভাজিকার কাজ করলে তাকে কী বলে?

ক) বিষুব রেখা খ) আন্তর্জাতিক তারিখ রেখা

গ) মূলমধ্যরেখা ঘ) দ্রাঘিমা রেখা

৯৫। বিষুব রেখার মান কত?

ক) ০° খ) ২৩.৫° গ) ৬৬.৫° ঘ) ৯০°

৯৬। ধূমকেতু হলো -

i) একপ্রকার জ্যোতিষ্ক ii) দেখতে গোলাকৃত iii) একটিমাথা ও একটি লেজ আছে

নিচের কোনটি সঠিক?

ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii

উত্তর : ৬৭.ক ৬৮.গ ৬৯.খ ৭০.খ ৭১.ঘ ৭২.খ ৭৩.ঘ ৭৪.গ ৭৫.ক ৭৬. ঘ ৭৭.ক ৭৮.খ ৭৯.গ ৮০.ক ৮১.গ ৮২.ক ৮৩.ঘ ৮৪.গ ৮৫.খ ৮৬.ক ৮৭.গ ৮৮.ক ৮৯.ঘ ৯০.খ ৯১.খ ৯২.ঘ ৯৩.গ ৯৪.খ ৯৫.ক ৯৬.গ।

মন্তব্য ( ০)





  • company_logo