• শিক্ষা

জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াডে রানারস আপ বশেমুরবিপ্রবি

  • শিক্ষা
  • ১২ নভেম্বর, ২০২২ ১২:১৫:৫২

ছবিঃ সিএনআই

মেজবা রহমান,বশেমুরবিপ্রবিঃ প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ‘বায়োজিন জাতীয় বায়োটেকনোলজি অলিম্পিয়াডে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) শিক্ষার্থী ফজলুল করিম চৌধুরী সাবিত রানান'স আপ হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।

শুক্রবার (১১ নভেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় স্কুল ও কলেজে অনুষ্ঠান উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মেহেদী হাসান খান।

দিনব্যাপী অনুষ্ঠানে দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে অনুষ্ঠিত ‘পপুলার টক’ শীর্ষক প্রশ্নোত্তর পর্বে বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সভাপতি অধ্যাপক উম্মে সালমা যোহরা বলেন, প্রথমবারের মতো বায়োটেকনোলজি বিভাগ অলিম্পিয়াডের আয়োজন করল। আমরা সারাদেশ থেকে শিক্ষার্থীদের এমন সাড়া পেয়ে অভিভূত। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।

এ বিষয়ে, বশেমুরবিপ্রবির শিক্ষার্থী ফজলুল করিম চৌধুরী বলেন, প্রথমেই সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করছি।রানারস আপ হতে পারব এরকম চিন্তা করিনি কখনো।এখানে বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে।তাই আমার অংশগ্রহণের মুল উদ্দেশ্য ছিল বায়োটেকনোলজি সম্পর্কে কিছু জানা।

ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ক জানতে চাইলে ফজলুল বলেন,মেডিক্যাল বায়োটেকনোলজি নিয়ে গবেষণা করতে চাই।এজন্যই  মূলত বায়োটেকনোলজিতে ভর্তি হয়েছি।আগামীতে চেস্টা করব আরও ভাল কিছু করা।

উল্লেখ্য, অলিম্পিয়াডে ছয়টি ক্যাটাগরিতে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ৩০ জন শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo