• উদ্যোক্তা খবর

গাইবান্ধায় স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে মিডিয়া ব্রিফিং

  • উদ্যোক্তা খবর
  • ০৩ মার্চ, ২০২১ ১৫:২৭:০০

ছবিঃ সিএনআই

গাইবান্ধা প্রতিনিধিঃ  গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ (রিকল-২০২১) প্রকল্পের উদ্যোগে স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে মিডিয়া ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। এসকেএস ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (০৩ মার্চ) গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এই মিডিয়া ব্রিফিংটি অনুষ্ঠিত হয়। এতে ফুলছড়ি উপজেলার সুশীল সমাজ সিবিও কমিটির নেতা এবং সাংবাদিক সহ ৪৫ জন উপস্থিত ছিলেন।

গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে.এম রেজাউল হকের সভাপতিত্বে মিডিয়া ব্রিফিং এ স্থানীয় পর্যায়ে যুব কর্মসংস্থান বিষয়ে নাগরিক কর্তৃক সামাজিক জবাবদিহিতা বিষয়ক তথ্য সংগ্রহ করে ফুলছড়ি উপজেলা প্রতিবেদন উপস্থাপন করেন এসকেএস ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী বাহারাম খাঁন। বক্তব্য রাখেন, এসডিজি অর্জনে জেলা পর্যায়ে নেটওয়ার্ক গঠন কমিটির সভাপতি ও গাইবান্ধা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ খলিলুর রহমান, ফুলছড়ি উপজেলা যুব উন্নয়ন অফিসার তাজুল ইসলাম আলবেরুনী, সাংবাদিক আবেদুর রহমান স্বপন, আব্দুস ছাত্তার, মোদাচ্ছেরুজ্জামান মিলু, এসএম বিপ্লব ইসলাম, আমিনুল হক, শাহ আলম যাদু, শিক্ষক আব্দুস ছালাম, আবিদা সুলতানা, সিবিএ নেতা বেলাল হোসেন প্রমুখ। এতে জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন (এসডিজি) লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বাংলাদেশ সরকারের উন্নয়নকে স্থায়ীত্বশীল করা এবং বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য যুব কর্মসংস্থান বৃদ্ধির লক্ষে গ্রামীয় আর্থসামাজিক উন্নয়নে যুব কর্মসংস্থানের জন্য যুব বিষয়ক সেবা ভালভাবে পাওয়ার জন্য কিছু সুপারিশ তুলে ধরা হয়।

মন্তব্য ( ০)





  • company_logo