ছবিঃ সিএনআই
পাবনা প্রতিনিধিঃ তীব্র গরমে স্বস্তি দিতে পাবনার ভাঙ্গুড়ায় উদ্যোগ সাধারণ মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়েছে। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন তাঁর ব্যক্তিগত উদ্যোগে এসব বিতরণ করেন।
শনিবার (২৭ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় পথচারী, দিনমজুর, ভ্যানচালক ও খেটে খাওয়া পাঁচ শতাধিক মানুষের মাঝে বোতলজাত পানি, খাবার স্যালাইন ও শরবত বিতরণ করা হয়।
জানা গেছে, নিয়োগ পাওয়ার পর থেকেই শেখ সাখাওয়াত নিজ উদ্যোগে জনহিতকর বিভিন্ন কার্যক্রমে নিজেকে নিয়োজিত রেখে চলেছেন। অসহায় কৃষকের ধান কেটে দেওয়াসহ বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার ব্যতিক্রমধর্মী পরোপকারী কার্যক্রম সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে।
ভ্যানচালক আব্দুস সালাম বলেন, তীব্র গরমে এমন উদ্যোগ খুবই ভালো। এমন চিত্র সচরাচর দেখা যায় না।
পথচারী শহিদুল ইসলাম বলেন, শেখ সাখাওয়াত হোসেনের এই মানবিক কাজ প্রশংসনীয়। আরো অনেকে যদি তাঁর মতো এমন উদ্যোগ নিয়ে এগিয়ে আসে তাহলে অনেক মানুষ উপকৃত হবে। গরমে একটু স্বস্তি পাবে।
এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেন বলেন, আনসার কর্মীরা সব সময় দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকেন। তীব্র গরমে মানুষকে কিছুটা স্বস্তি দিতে আমার এই উদ্যোগ। আমি চাই সবাই যার যার অবস্থান থেকে একটু চেষ্টা করলে মানুষ উপকার পাবে।
ফরিদপুর প্রতিনিধিঃ চার দফা দাবিতে দেশব্যাপী ম্য...
কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেল...
বাকৃবি প্রতিনিধিঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃব...
রংপুর ব্যুরোঃ বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটি সদস্য ...
মন্তব্য ( ০)