• সমগ্র বাংলা

পাবনা-৩ আসনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

পাবনা প্রতিনিধিঃ পাবনা-৩ আসনের ভাঙ্গুড়া উপজেলায় বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের পক্ষে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছিলেন এক সমর্থক। এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ওই ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী গ্রামে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমানের নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন উপজেলার সিংগাড়ী গ্রামের মো. আফসারের ছেলে মো. আলামিন (৪০)। তিনি উপজেলা কৃষকদলের সভাপতি এবং পাবনা-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনের সমর্থক বলে জানা গেছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী বিধি উপেক্ষা করে বৃহস্পতিবার সন্ধ্যার পর ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের সিংগাড়ী এলাকায় বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করে সংসদ সদস্য প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণা চালানো হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেন। এর ভিত্তিতে ওই এলাকায় গিয়ে আলামিনকে ধানের শীষের লিফলেট বিতরণ করতে দেখা যায়। এ সময় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে জরিমানা করা হয়।

এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী ২২ জানুয়ারির আগে কোনো প্রার্থীর পক্ষে প্রচারণা চালানোর সুযোগ নেই। তবুও আলামিন বাড়ি বাড়ি গিয়ে লিফলেট দিয়ে ভোট চাইছিলেন। এ ঘটনায় জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালা ২০২৫-এর ১৮ ধারা লঙ্ঘনের দায়ে ২৭ (ক) ধারায় তাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি বলেন, এ বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থীদেরও বিষয়টি অবহিত বা সতর্ক করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে আসনটির ধানের শীষের প্রার্থীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তাকেও বিষয়টি জানানো হবে। আইন ভঙ্গের সুযোগ নেই।

মন্তব্য (০)





image

নিখোঁজের ২১ দিন পর গৃহশিক্ষিকার বাসা থেকে মা-মেয়ের মরদেহ ...

নিউজ ডেস্কঃ নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মা...

image

মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের বিভি...

মাগুরা প্রতিনিধি : যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয় ...

image

দানাজপুর সীমান্তে বিজিবি বিএসএফের কমান্ডার পর্য্যায়ে সৌজন...

দিনাজপুর প্রতিনিধি :  ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জের দানাজপু...

image

মাগুরায় নির্বাচন উপলক্ষে ধর্মীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে জ...

মাগুরা প্রতিনিধি : আসন্ন মাগুরা–২০২৬ জাতীয় সংসদ নির্ব...

image

নড়াইলে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, অস্ত্র ও গুলি উদ্ধার

নড়াইল প্রতিনিধ : নড়াইলের লোহাগড়া উপজেলায় অভিযান চালিয়ে আগ্ন...

  • company_logo