• শিক্ষা

কৃষি গুচ্ছ ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ফলাফল প্রকাশিত

  • শিক্ষা

ছবিঃ সিএনআই

বাকৃবি প্রতিনিধি : কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। 

বুধবার (৭ জানুয়ারি) রাতে ৯টায় ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) ও কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য সচিব মো. আবদুল্লাহ মৃধা।

ফলাফল দেখতে প্রথমে https://acas.edu.bd ওয়েবসাইটে যেতে হবে। পরে সাইন ইন পৃষ্ঠায় নিজ পিন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। লগইন করার পর, ড্যাশবোর্ডে ‘ফলাফল’ অপশনটি নির্বাচন করতে হবে এবং ফলাফল দেখা যাবে।

প্রাপ্ত ফলাফল থেকে পাওয়া তথ্যমতে, এ বছর সর্বোচ্চ নম্বরধারীর মার্ক ৯৩.৭৫ এবং কাটমার্ক নির্ধারণ করা হয়েছে ৫১.২৫। অন্যদিকে প্রথম অপেক্ষামান তালিকায় রয়েছেন ৭ হাজার ২৬৬ শিক্ষার্থী।

এর আগে গত ৩ জানুয়ারি দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত এমসিকিউ পদ্ধতিতে কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৯টি বিশ্ববিদ্যালয়সহ সারাদেশে মোট ২০টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৯টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ৩ হাজার ৭০১ আসনের বিপরীতে আবেদন করেন ৮৮ হাজার ২২৮ শিক্ষার্থী। গড়ে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছেন প্রায় ২৪ জন। এবারের ভর্তি পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সব সমন্বয়ের নেতৃত্বে ছিল গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি)।

এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ৬টি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে ৫১০টি, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৫টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫২টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে ২৭৫টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ৮২টি আসন রয়েছে।

 

মন্তব্য (০)





image

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা কাল, মানতে হবে যেসব নির্দ...

নিউজ ডেস্ক : সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫-এর লিখিত...

image

সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা

নিউজ ডেস্কঃ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপনের সময়সূচি অনুযায়...

image

জকসুতে প্রথম নির্বাচনেই বাজিমাত ভিপি জিএসসহ ১৬ পদে শিবির...

নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সং...

image

জকসুতেও শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

নিউজ ডেস্ক : জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সং...

image

বাকৃবিতে বেগম খালেদা জিয়ার জীবন ও অবদান নিয়ে প্রদর্শনী

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন দে...

  • company_logo