• সমগ্র বাংলা

নওগাঁয় ছয়টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন ৪১ প্রার্থী

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ৪১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরআগে জেলার এই ছয়টি সংসদীয় আসন থেকে মোট ৫৩জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও সহকারি রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

নওগাঁ-১:
নিয়ামতপুর, পোরশা ও সাপাহার উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন-১। এই আসনে ৮জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করে; ৮জন প্রার্থী’ই মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন, বিএনপির প্রার্থীর মোস্তাফিজুর রহমান, বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরী, সহ-সভাপতি নুরুল ইসলাম, যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মাহমুদুস সালেহীন, জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ মাহবুবুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুল হক শাহ, জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সোহরাব হোসেন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নওগাঁ-২
পত্নীতলা ও ধামইরহাট উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-২ আসন। এই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮জন। এরমধ্যে জমা দিয়েছেন ৬জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী সামসুজ্জোহা খান, জামায়াতে ইসলামীর প্রার্থী এনামুল হক, এবি পার্টির প্রার্থী মতিবুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হুমায়ন কবির চৌধুরী, খেলাফত মজলিসের প্রার্থী আব্দুর রহমান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী দেলোয়ার হোসেন।

নওগাঁ-৩:
মহাদেবপুর-বদলগাছী উপজেলা নিয়ে নওগাঁ-৩ আসন। এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০ জন প্রার্থী। জমা দিয়েছে ৮জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী ফজলে হুদা বাবুল, বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক ডেপুটি স্পিকার প্রয়াত আখতার হামিদ সিদ্দিকীর ছেলে পারভেজ আরেফিন সিদ্দিকী জনি, জামায়াতে ইসলামীর প্রার্থী মাহফুজুর রহমান, জাতীয় পার্টির মাসুদ রানা, বাসদের প্রার্থী কালিপদ সরকার, বিএনএফ এর প্রার্থী আব্দুল্লাহ আল মামুন সৈকত, ইসলামি আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির বিন আসগর ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাদ্দাম হোসেন।

নওগাঁ-৪:
মান্দা উপজেলা নিয়ে গঠিত সংসদীয় আসন নওগাঁ-৪। এখান থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ৯জন প্রার্থী আর জমা দিয়েছেন ৭জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী ইকরামুল বারী টিপু, বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আক্কাস আলী, জামায়াতে ইসলামীর প্রার্থী খন্দকার আব্দুর রাকিব, সিপিবির প্রার্থী ডা: এস এম ফজলুর রহমান, জাতীয় পার্টির প্রার্থী আলতাফ হোসেন, ইসলামি আন্দোলন বাংলাদেশের সোহরাব হোসাইন এবং স্বতন্ত্র প্রার্থী আরফানা আহমেদ ফেন্সী।

নওগাঁ-৫:
নওগাঁ সদর উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৫ আসন। এই আসন থেকে মনোনয়ন সংগ্রহ করেছিলেন ১০জন প্রার্থী। জমা দিয়েছে ৭জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী জাহিদুল ইসলাম, বিএপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সমবায়বিষয়ক সম্পাদক নজমুল হক সনি, জামায়াতে ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, সিপিবির প্রার্থী শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুর রহমান, এবি পার্টির কাজী আতিকুর রহমান এবং জাতীয় পার্টির আনোয়ার হোসেন।

নওগাঁ-৬:
জেলার রাণীনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত নওগাঁ-৬ আসন। এই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ৮জন প্রার্থী আর জমা দিয়েছেন ৫জন প্রার্থী। তারা হলেন, বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু, বিএনপির স্বতন্ত্র প্রার্থী হিসেবে চারদলীয় জোট সরকারের সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির, জামায়াতে ইসলামীর প্রার্থী খবিরুল ইসলাম, ইসলামি আন্দোলনের প্রার্থী রফিকুল ইসলাম এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আতিকুর রহমান রতন মোল্লা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই, আপিল ও প্রত্যাহার প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মন্তব্য (০)





image

সত্যন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন সিদ্দিকী শুভ

জামালপুর প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৩ (মেলান্দহ-...

image

পাবনায় ছাত্র আন্দোলনে হামলা মামলায় আ.লীগ নেতা মাহফুজ কারা...

পাবনা প্রতিনিধি : পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ...

image

মনোনয়নপত্র জমার শেষ দিনে নীলফামারীতে উত্তেজনা

নীলফামারী প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত...

image

পাবনায় নিখোঁজের পরদিন ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মেহেদী হাসান (২৬) নামের এ...

image

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে দরিদ্র পরিবারের মাঝে বিজিবির ...

দিনাজপুর প্রতিনিধি :  সীমান্ত প্রহরা অপরাধ দমনের পাশাপা...

  • company_logo