ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলার ফুলকোচা ইউনিয়নের রেখিরপাড়া গ্রামের শতাধিক পরিবারের একমাত্র কমিউনিটি ক্লিনিকটি ৬ ঘণ্টা খোলা থাকার কথা থাকলেও সেটি ২-৩ ঘণ্টা খোলা থাকে বলে অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
কমিউনিটি ক্লিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লতিফা আক্তার নিজের মন মতো অফিস করেন। সপ্তাহের প্রতিদিনই আসেন নির্ধারিত সময়ের বাইরে। সেবা নিতে আসা রোগীদের সঙ্গেও করেন অসোভন আচরণ।
দুপুর ১টার দিকে কমিউনিটি ক্লিনিকে গেলে সেটিকে তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। নিয়ম অনুযায়ী সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত এটি খোলা থাকার কথা।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটির কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) লতিফা আক্তার কোনো নিয়ম মানছেন না। তিনি সকাল ১০টায় ক্লিনিকে যান। আর দুপুর ১টার আগেই ক্লিনিক তালা দিয়ে চলে যান।
নাম প্রকাশ না করে স্থায়ীয় কয়েকজন বাসিন্দা জানান, ক্লিনিকের দায়িত্বপ্রাপ্ত সিএইচসিপি লতিফা আক্তার প্রতিদিনই বেলা ১০টার পরে আসেন। দুপুর ১২টার পরপরই আবার চলে যান। দুপুরের পর সেবাগ্রহীতারা এসে ক্লিনিক বন্ধ দেখে ফিরে যান। রোগীরা পাঁচ টাকা ফি না দিলে ওষুধ দিতে চান না। এছাড়া সব রোগীকে সমানভাবে সেবা দেন না তিনি।
স্থানীয় বাসিন্দারা বলেন, কমিউনিটি ক্লিনিকটি ঠিকমতো খোলা পাওয়া যায় না। অল্প সময়ের জন্য ক্লিনিকটি খোলা রাখা হলেও প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় না। ক্লিনিকটি সঠিকভাবে পরিচালনা করা হলে আমাদের অনেক উপকার হতো।
স্থানীয় বাসিন্দা মিজান বলেন, শুনেছি এ ক্লিনিক ৯টায় খোলার কথা। কিন্তু কখনো ৯টায় খুলতে দেখিনি। আবার ৩টায় বন্ধের নিয়ম থাকলেও ১২টা থেকে ১টার পর বন্ধ হয়ে যায়।
অভিযোগের বিষয়ে সিএইচসিপি লতিফা আক্তার বলেন, আমি দাওয়াত খেয়ে কেবল বের হয়ে আসলাম৷
এরপর তিনি রাগান্বিত হয়ে বলেন, আমার কি মনিটরিং অফিসার নাই। তারা কি তদারকি করে না। আমার বিরুদ্ধে অভিযোগ পাইছেন এখন কি করবেন করেন৷
এ বিষয়ে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড. মো. আহসান হাবীব বলেন, বিষয়টি জানলাম। আমি খোজ খবর নিবো। বিধি মুতাবেক ব্যবস্থা নিবো।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় নানা আয়োজনে যুব ভিত্তিক সংগঠন ইয়...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩৯ বগুড়...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ট্রেনে ক...
বগুড়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬...
বেনাপোল প্রতিনিধি : ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পা...

মন্তব্য (০)