• সমগ্র বাংলা

নওগাঁয় পবিত্র কুরআন ও শীতবস্ত্র বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

নওগাঁ প্রতিনিধি: “মানুষের সাথে, জীবনের পাশে” প্রতিপাদ্যকে ধারণ করে প্রায় একবছর ধরে পথ চলছে অলাভজনক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন “দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন”। ইতিমধ্যেই নিভৃত পল্লী এলাকার এই সংগঠনটি নানাবিধ সামাজিক কর্মকান্ডের মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

জেলার মান্দা উপজেলার ১২নং কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগে সংগঠনটি বিগত এক বছর ধরে বিভিন্ন সামাজিক, মানবিক ও ধর্মীয় কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। সংগঠনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বুধবার (২৪ ডিসেম্বর)  বিকেলে আন্দারিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সংগঠনের লাইব্রেরি ও ম্যানেজমেন্ট সম্পাদক সহকারী শিক্ষক মোঃ সাদেকুল আলমের সভাপতিত্বে ও কোষাধ্যক্ষ মাওলানা মো: মোরশেদ আলম তপনের সঞ্চালনায়  “শীতবস্ত্র বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা”  অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ওই গ্রামের বিধবা ও এতিমসহ শতাধিক অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বিগত পাঁচ বছরের এস.এস.সি. ও এইচ.এস.সি. পরীক্ষায় জি.পি.এ.-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট এবং “হিফজুল কুরআন” সম্পন্নকারী হাফিজদের ক্রেস্টসহ নগদ অর্থ প্রদান করা হয়। অত্র গ্রামের মারকাযুল কুরআন মহিলা মাদ্রাসা ও নূরানী একাডেমীর তৃতীয় শ্রেণির হিফজ পড়ুয়া ১৬জন শিক্ষার্থীদের মাঝে রেহেলসহ কুরআনুল কারীম এবং মধ্য আন্দারিয়াপাড়া হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের কুরআন মশক করানোর সুবিধার্থে একটি সাউন্ডব• প্রদান করা হয়। এছাড়াও তিনটি অসহায় ও ঋণগ্রস্ত পরিবারের চিকিৎসা খরচ বাবদ নগদ ১২ হাজার টাকা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা ও কার্যক্রম সম্পর্কে এবং উপস্থাপন করেন সংগঠনের যুগ্ম-সম্পাদক মোঃ মহব্বত আলী পিয়াদা এবং সমজাকল্যাণ বিষয়ক সম্পাদক জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইকরামুল বারী। এছাড়া সংগঠনের বিগত এক বছরের আয়-ব্যয়ের সার-সংক্ষেপ তুলে ধরেন কোষাধ্যক্ষ মোঃ মোরশেদ আলম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র গ্রামের কৃতিসন্তান ও কাঁশোপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ সাইদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মোঃ শহীদুল আলম, সহকারী অধ্যাপক মোঃ মোয়াজ্জেম হোসেন মোল্লা, অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মোঃ আরজাদ আলী মাস্টার, অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মোঃ আবুল কালাম আজাদ মল্লিক, প্রধান শিক্ষিকা ওয়াহিদা আক্তার বানু। এছাড়াও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা সংগঠনের মানবসেবা ও সামাজিক কল্যানমুখী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে পাশাপাশি কিছু পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন। আগামীতে সংগঠনকে আরো এগিয়ে নিতে পাশে থাকার আশ্বাস প্রদান করেন তারা। পরে প্রত্যন্ত গ্রাম আন্দারিয়াপাড়া এলাকার যুবক, সরকারি ও বেসরকারি চাকুরীজীবী ও প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সহযোগিতায় পরিচালিত সংগঠনের সকল সদস্যের সুস্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করে সফলভাবে “দারুল হিকমাহ ইয়ুথ এসোসিয়েশন” কে আরো সুন্দর ভাবে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ও প্রার্থনাপূর্বক আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য (৪)





image
image
image
image
image

বড়দিন উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ

বেনাপোল প্রতিনিধি: দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল দিয়ে ভারত...

image

তারেক রহমানের সংবর্ধনায় আসার পথে দুর্ঘটনায় আহত ৩২

নিউজ ডেস্কঃ নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় সড়...

image

জামালপুর ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ

জামালপুর প্রতিনিধি : জামালপুর পৌর ছাত্রদলের সদ্য ঘোষিত কমিটি বাতিলের দাব...

image

আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন কর্মকর্তার অপসরন দাবিতে বিক্ষোভ

বেনাপোল প্রতিনিধি : যশোরের নাভারন আকিজ বিড়ি ফ্যাক্টরির তিন জ...

image

টাঙ্গাইল-২ আসনে শাকিল উজ্জামানের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...

  • company_logo