• সমগ্র বাংলা

রাণীনগরে বেড়েই চলেছে চুরি, জনমনে বাড়ছে উদ্বেগ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

 নওগাঁ প্রতিনিধি : এক সময়ের রক্তাক্ত জনপদ হিসেবে খ্যাত নওগাঁর রাণীনগর উপজেলা পুনরায় অশান্ত উপজেলায় পরিণত হতে যাচ্ছে। বিভিন্ন ঘটনায় পুলিশ প্রশাসনের দৃশ্যমান কোন ভূমিকা না থাকায় বাড়ছে উদ্বেগ। বিশেষ করে গত এক মাসের মধ্যে কয়েকটি চুরি ও ছিনতাইয়ের ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন উপজেলার সাধারণ মানুষ।

দিন-দুপুর-সন্ধ্যায় বিভিন্ন বাসা ও মসজিদ থেকে মোটরসাইকেল চুরির ঘটনা উপজেলাজুড়ে উদ্বেগ কয়েকগুন বাড়িয়ে তুলেছে। এখন পর্যন্ত গত কয়েক মাসে উপজেলায় ঘটে যাওয়া শতাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনায় দৃশ্যমান কোন ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হওয়ায় পুলিশের প্রতি উল্লেখ্যযোগ্য ভাবে আস্থা কমেছে সাধারণ মানুষের। বর্তমানে উপজেলার মানুষসহ কোন কিছুই নিরাপদ নয় বলে মনে করছেন উপজেলার সচেতন মহল।

সূত্রে জানা চলতি মাসের ৬ডিসেম্বর দিনে-দুপুরে উপজেলার মাস্টার পাড়ার একটি ভবন থেকে লাল রং-এর ১৫০সিসির পালসার মোটরসাইকেল চারজন চোর কয়েক মিনিটের মধ্যে চুরি করে নিয়ে যায়। পরবর্তিতে সিসিটিভি ফুটেজে চোরদের দেখা গেলেও এখন পর্যন্ত পুলিশ কাউকে আটক করতে কিংবা মোটরসাইকেলটি উদ্ধার করতে পারেনি। গত শনিবার (১৩ডিসেম্বর) উপজেলার রেলস্টেশন সংলগ্ন রাণীনগর-নাটোর আঞ্চলিক মহাসড়কের পাশে রাজুর ভেটেরিনারি ওষুদের দোকান থেকে দুপুরের সময় প্রায় দুই লাখ টাকা চুরি হয়ে গেছে।

দোকানের মালিক রাজু জানান ওই দিন তিনি মাত্র ৫মিনিটের জন্য তার দোকান থেকে মাত্র ৫শত গজ দূরে রেলস্টেশনের প্লাটফর্মে যান একজনের সঙ্গে দেখা করতে। দেখা শেষ করে সঙ্গে সঙ্গেই দোকানে এসে দেখেন তার ক্যাশ বাে•র তালা ভাঙ্গা। পরে দেখেন তার ক্যাশ বা• থেকে প্রায় দুই লাখ টাকা কে বা কারা চুরি করে নিয়ে গেছে। পুলিশকে বিষয়টি জানিয়ে কোন লাভ নেই বলে তিনি বিষয়টি পুলিশকে জানাননি। বর্তমানে উপজেলায় যে ভাবে চুরি ও ছিনতাইয়ের উৎপাত বেড়ে গেছে এতে করে মানুষসহ কোন কিছুই নিরাপদ নয় বলে তিনি জানান।

গত বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার আবাদপুকুর বাজার মসজিদের সামনে থেকে মোটরসাইকেল দুইটি চুরির ঘটনাটি ঘটে। উপজেলার কালীগ্রাম মুন্সিপুর গ্রামের নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলার একটি ডিসকভার ১১০সিসি মোটরসাইকেল ও কালীগ্রাম মরুপাড়া তালপুকুর গ্রামের বাচ্চু সোনার নামে একজনের একটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি হয়েছে। এই চুরির ঘটনার পর থেকে ওই এলাকায় মানুষের মাঝে চুরির আতঙ্ক বিরাজ করছে।

মোটরসাইকেলের মালিক নাছির উদ্দীন খলিফা ওরফে ভোলা জানান, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এশার নামাজ পরার জন্য রাত সাড়ে ৭টার আগে মোটরসাইকেল নিয়ে আবাদপুকুর বাজার মসজিদে যান। সেখানে মসজিদের সামনে মোটরসাইকেলটি রেখে নামাজের জন্য মসজিদের ভেতরে প্রবেশ করেন। নামাজ শেষে বের হয়ে দেখেন তার লাইসেন্স করা ১১০সিসি ডিসকভার মোটরসাইকেলটি চোরেরা চুরি করে নিয়ে গেছে। এছাড়া মসজিদের সামনে থেকে একই সময় বাচ্চু নামের আরেকজনের আরেকটি পালসার ১৫০সিসি মোটরসাইকেল চুরি করে নিয়ে গেছে চোরেরা। এই চুরির ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

একই রাতে উপজেলার কয়াকুঞ্চি গ্রামের লিবিয়া প্রবাসী আব্দুল মজিদ (মজনু) এর বাড়িতে বৃহস্পতিবার (১৮ডিসেম্বর) রাত ৯টার সময় চুরির ঘটনা ঘটেছে। এসময় চোরেরা নগদ ৩২ হাজার টাকা, তিন ভরি চাঁদির গহনা ও হাফ ভরির স্বর্ণের চেইন, কাসার থালাবাসন, কাপড়, বিদেশী একটি মোবাইল, বিদেশী জুতাসহ যা যা পেয়েছে সবই চুরি করে নিয়ে গেছে।

উপজেলার কয়াকঞ্চি গ্রামের ভিটুরিয়া পাড়ার মোঃ দুলু প্রামাণিকের ছেলে প্রবাসী আব্দুল মজিদ (মজনু) মুঠোফোনে জানান তিনি চার বছর পর লিবিয়া থেকে বাড়িতে এসেছেন। তাদের গ্রামে প্রতি বছরের ন্যায় গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে বাৎসরিক ইসলামিক জালসা চলছিলো। সেই জালসায় খাবার বিতরণ করে বাড়িতে এসে দেখেন অনেক লোকের সমাগম। এরপর তিনি দেখতে পান তার বাড়ির তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে শুধুমাত্র তার পাসপোর্ট রেখে প্রায় আড়াই লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। রাত ৯টার সময় এমন চুরির ঘটনায় তিনি হতবাক। বর্তমান সময়ে কেউ নিরাপদ নয়। পুলিশকে চুরির ঘটনা জানিয়ে কোন লাভ নেই বলে তিনি বিষয়টি পুলিশকে জানাননি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ মুঠোফোনে জানান, মোটরসাইকেল চুরি যাওয়ার বিষয়টি তিনি জেনেছে। সেগুলো উদ্ধার ও জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। অপরদিকে দোকান ও বাড়িতে চুরির বিষয়টি তার জানা নেই। লিখিত ভাবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি জানান।
 

মন্তব্য (০)





image

নওগাঁয় আ”লীগ নেতাদের গ্রেফতার দাবীতে এসপির বাসভবনে কফিনসহ...

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় আওয়ামীলীগ নেতাদের গ্রেফতারের দাবীতে এসপির বাসভব...

image

পাবনায় মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে নিহত ২

পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশার মধ...

image

ফরিদপুরের সদরপুরে অজ্ঞাত যুবতীর উলঙ্গ মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সাবরেজিস্টার অফিসের পা...

image

ভারতীয়দের গুলিতে দুই বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক : সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া আ...

image

নওগাঁয় হাদি হত্যার বিচার দাবিতে মশাল মিছিল

নওগাঁ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সতন্ত্র সংসদ...

  • company_logo