ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে সমৃদ্ধি কর্মসূচির উপজেলা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্তরে পিকেএসএফ এর সার্বিক সহযোগিতায় মৌসুমীর বাস্তবায়নে সমৃদ্ধি কর্মসূচির আওতায় দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রবীনের সভাপতি আক্তারুর জামান সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো: রাকিবুল হাসান।
দিনব্যাপি কর্মসূচির মধ্যে ছিলো সমৃদ্ধি'র উন্নয়ন মেলা, ম্যারাথন দৌড়, সাইকেল রালী, উপজেলা পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর-কিশোরীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মাঝে সমাজসেবা, ক্রীড়া, সাংবাদিকতাসহ সামাজিক কার্যাক্রমে বিশেষ অবদান রাখায় সংশ্লিষ্ট ব্যক্তিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মেলায় ১৪ টি স্টলে প্রদর্শিত হয় কৈশোরবান্ধব বিভিন্ন কার্যক্রম ও সচেতনতামূলক উপস্থাপনা।
অনুষ্ঠানে মৌসুমী আরএমটিপি প্রকল্পের মনিটরিং অফিসার আব্দুর রউফ পাভেল, উপজেলা কর্মসূচী সমন্বয়কারী শাহীন আহম্মেদ, স্থানীয় সমাজসেবী, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক, শিক্ষা সহায়তা কেন্দ্রের ছাত্র ছাত্রী ও নানা শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
বগুড়া প্রতিনিধি : বগুড়ায় টিকটকে ভিডিও করা নিয়ে পারিবারি...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...
বগুড়া প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮...
ফেনী প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের ...

মন্তব্য (০)