• সমগ্র বাংলা

শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে কালীগঞ্জে উত্তাল ছাত্র-জনতা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা, বিক্ষোভ মিছিল ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়ে স্থানীয় সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইয়ুথ অ্যাক্টিভিস্ট ও লেখক রানা সরকার, এনসিপি নেতা শরীফুল ইসলাম, জুলাই যোদ্ধা মাহমুদুল হাসান, ছাত্রনেতা হিমেল মিয়া, শাহাদাত হোসেন, জাহিদুল ইসলাম, রিহাম হোসাইন রিদমসহ বিভিন্ন ছাত্র ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, শহীদ ওসমান হাদির ওপর যারা সরাসরি গুলি চালিয়েছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের নেপথ্যের মূল পরিকল্পনাকারীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

তারা আরও বলেন, বাংলার মাটিতে আর কোনো মায়ের বুক যেন খালি না হয়-এই দায় রাষ্ট্রকেই নিতে হবে।

সভায় বক্তারা ২৪ জুলাইয়ের আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণকারী নেতাকর্মী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, প্রকৃত খুনিদের গ্রেপ্তারে সরকার ব্যর্থ হলে দেশব্যাপী বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভা শেষে শহীদ ওসমান হাদির বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন মাওলানা খাইরুল বাশার। এরপর সভাস্থল থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কালীগঞ্জ শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। কর্মসূচিতে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শহীদ শরীফ ওসমান হাদি ইন্তেকাল করেন। মৃত্যুর আগেই তাকে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া হয়েছিল।

মন্তব্য (০)





image

বগুড়ায় টিকটক করার জেরে স্ত্রীকে হত্যা: মরদেহ লুকিয়ে রে...

বগুড়া প্রতিনিধি : বগুড়ায় টিকটকে ভিডিও করা নিয়ে পারিবারি...

image

গোপালপুরে বিএনপির পোস্টার-ব্যানার অপসারণ ও দেয়াল পরিচ্ছন্...

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আসন্ন ত্রয়ো...

image

বগুড়ায় মিছিল থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় শিবির নেতার মৃত্যু

বগুড়া প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির...

image

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ফেনী প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের ...

image

চাটমোহরে হাদির গায়েবানা জানাজা: হত্যাকারীদের বিচার দাবিত...

পাবনা প্রতিনিধি : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির গ...

  • company_logo