ছবিঃ সিএনআই
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে টাঙ্গাইলের গোপালপুর উপজেলা বিআরডিবি মাঠে অবস্থিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরে আয়োজিত এই কর্মসূচিতে প্রথমে গোপালপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। এরপর পর্যায়ক্রমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসন, পৌর প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সংগঠনের নেতৃবৃন্দ।
শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। এ সময় এক মিনিট নীরবতা পালন করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নবাব আলী, উপজেলা ভেটেনারি সার্জন ডা. গোলাম মোর্শেদ, গোপালপুর থানার অফিসার ইনচার্জ মো. আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র খন্দকার জাহাঙ্গীর আলম রুবেলসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মহান বিজয় দিবস উপলক্ষে গোপালপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে আলোচনা সভা, কুচকাওয়াজ, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল টুর্নামেন্ট, শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠান ও সাংস্কৃতিক আয়োজন।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ চূড়ান্ত বিজয় অর্জন করে। মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে গৌরব, অহংকার ও স্বাধীনতার এক অবিস্মরণীয় অধ্যায় হিসেবে চিরস্মরণীয়।
ময়মনসিংহ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তাগাছা প্রেসক...
নড়াইল প্রতিনিধি : মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদের জীবনের বিনি...
দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে বহুল আলোচিত সিআইপি ঠিকাদার শে...
পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে মোটরসাইকেল ও কাভার্ডভ্যান...
ময়মনসিংহ প্রতিনিধি: বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামায়াত...

মন্তব্য (০)