• অপরাধ ও দুর্নীতি

চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ টাকার পামওয়েল আত্মসাতের অভিযোগ রায়গঞ্জ থানার ওসির বিরুদ্ধে

  • অপরাধ ও দুর্নীতি

ছবিঃ সিএনআই

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীর ২৩লাখ ২১হাজার ২৫০টাকা মূল্যের ১৩হাজার ৯৫০ কেজি (৭৫ড্রাম) পাম ওয়েল তেল আটক করে আত্মসাতের অভিযোগ উঠেছে সিরাজগঞ্জের রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার বিরুদ্ধে।

আজ শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অফ কমার্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন চাঁপাইনবাবগঞ্জের আদর্শ গ্রপের অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক মো. সাদিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, গত ২১নভেম্বর বিকেলে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ২৩লাখ ২১হাজার ২৫০টাকা মূল্যের ১৩হাজার ৯৫০ কেজি (৭৫ড্রাম) পাম ওয়েল তেল অজ্ঞাত কারণে আটক করে রায়গঞ্জ থানা পুলিশ। বিষয়টি জানতে পেরে পরেরদিন তিনি রায়গঞ্জ থানায় উপস্থিত হয়ে তেলসহ ট্রাকটি থানায় দেখতে পান। এসময় ওসি মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি উপযুক্ত প্রমাণসাপেক্ষে তেলসহ ট্রাকটি ফেরত দেয়া হবে বলে জানান। এর কয়েকদিন পর ওসি মাসুদ রানা ও এসআই ফিরোজের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, ট্রাক ও তেল আদালতের মাধ্যমে জিম্মায় নিতে হবে।

পরিপ্রেক্ষিতে গত ২৫নভেম্বর সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গনে গিয়ে তিনি জানতে পারেন শুধুমাত্র ট্রাকটি আদালতে জমা দেয়া হয়েছে এবং তেলের কোন জব্দ দেখানো হয়নি। এঘটনার পর তিনি রায়গঞ্জ থানার ওসি ও এসআই ফিরোজের বিরুদ্ধে সিরাজগঞ্জ আদালতে মামরা দায়ের করেন। তিনি অবিলম্বে বিষয়টির তদন্তপূর্বক তেল ফেরতের দাবি জানান সংবাদ সম্মেলন থেকে।
এসময় চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, সিনিয়র সহ-সভাপতি খায়রুল ইসলামসহ ব্যবসায়ী প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এব্যপারে রায়গঞ্জ থানার ওসি মাসুদ রানার সাথে যোগাযোগ করা হলে তিনি তেল আত্মসাতের বিষয়টি অস্বীকার করে বলেন, ট্রাকটি ছিনতাই হবার পর তা উদ্ধার করা হয়েছে, তাতে কোন তেল ছিলনা।

মন্তব্য (০)





image

দুর্নীতি মামলায় টিউলিপ সিদ্দিকের বিচার ও দণ্ডাদেশ নিয়ে দু...

নিউজ ডেস্কঃ গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ...

image

‎অবৈধ নিয়োগ সিন্ডিকেটের মাস্টারমাইন্ড বিসিসির সিস্টেম ম্য...

নিজস্ব প্রতিবেদকঃ গোলাম রব্বানী কর্মরত আছেন সরকারি প্রতিষ্ঠা...

image

‎প্লট বরাদ্দে অনিয়ম: শেখ হাসিনার ৫, রেহানার ৭ এবং টিউলিপে...

নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহারসহ জালিয়াতির মাধ্যমে রাজধানী উন...

image

‎গ্রাহকের নামে ঋণ জালিয়াতির মামলায় আনসার-ভিডিপি ব্যাংক ব্...

নিউজ ডেস্কঃ নোয়াখালীতে নামে-বেনামে ঋণ দেয়ার কথা উল্লেখ ...

image

প্লট বরাদ্দে দুর্নীতি: হাসিনা-জয়-পুতুল, কার কত বছরের কারা...

নিউজ ডেস্কঃ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্র...

  • company_logo