ছবিঃ সিএনআই
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সার্বিক পুষ্টি উন্নয়ন, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতকরণ ও মানসম্মত শিক্ষা প্রসারের লক্ষ্য নিয়ে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আনুষ্ঠানিকভাবে স্কুল ফিডিং কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১১টার দিকে উপজেলার মালিয়াটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান শিক্ষার্থীদের হাতে দুধের প্যাকেট ও পাউরুটি তুলে দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও সানজিদা রহমান বলেন, শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে পুষ্টিকর খাবারের বিকল্প নেই। এই স্কুল ফিডিং কর্মসূচি শিক্ষার্থীদের স্কুলমুখী করবে এবং ঝরে পড়া রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, আজকের এই শিশুরাই আগামীদিনের ভবিষ্যৎ। তাদের সুস্থভাবে বেড়ে ওঠা ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এই কর্মসূচি অত্যন্ত সহায়ক ভূমিকা রাখবে। প্রতিটি শিশুই পুষ্টিসম্পন্ন খাবার পাওয়ার অধিকার রাখে। সরকার সেই দায়িত্বই বাস্তবায়ন করছে।”
উপজেলা শিক্ষা কর্মকর্তা সৈয়দা আহমেদ জানান, ঈশ্বরগঞ্জ উপজেলার মোট ১৪০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২৬ হাজার ৫২৪ জন শিক্ষার্থী নিয়মিতভাবে এই সুবিধা পাবে। নিয়মিত খাবার পাওয়ার ফলে শিক্ষার্থীদের ক্লাসে মনোযোগ বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস ও উপস্থিতির হার আরও ভালো হবে।
তিনি আরও বলেন, প্রতিদিন রুটিন অনুযায়ী বনরুটি, সিদ্ধ ডিম, ইউএইচটি দুধ, ফোর্টিফাইড বিস্কুট, কলা ও মৌসুমি ফল সরবরাহ করা হবে। সরকারিভাবে নিয়োগপ্রাপ্ত ডিলারদের মাধ্যমে এসব খাদ্য উপকরণ প্রতিটি বিদ্যালয়ে বিতরণ করা হবে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা বলেন, এ কর্মসূচি বিশেষ করে দরিদ্র পরিবারের শিশুদের জন্য আশীর্বাদ। মা-বাবারা নিশ্চিন্ত থাকবেন যে অন্তত স্কুলের সময়টুকু শিশু পুষ্টিকর খাবার পাচ্ছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোসলেম উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, পিস প্যাসিলেটেটর গ্রুপের (পিএফজি) ময়মনসিংহ আঞ্চলিক কো- অর্ডিনেটর সাইফুল ইসলাম তালুকদার, জাইকা প্রতিনিধি রেবেকা সুলতানা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসানুর রহমান সজিবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের সদরপুরে সরকার অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ঔ...
জামালপুর প্রতিনিধি : জামালপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মন...
ফরিদপুর প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ ফ্যাসিস্ট স...
বেনাপোল প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ধানের শীর্ষকে বিজয়ী করা...
গাজীপুর প্রতিনিধি : গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, গ...

মন্তব্য (০)