ছবিঃ সিএনআই
জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলায় (জামালপুর-২ আসন) মানববন্ধন, সড়ক অবরোধ ও অগ্নিসংযোগ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপির প্রার্থী এসএম আব্দুল হালিমের কর্মী-সমর্থকরা।
শনিবার (১৫ নভেম্বর) বেলা ১২ টার দিকে ইসলামপুর পৌর শহরের থানা মোড় এলাকায় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।
ইসলামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকারের সভাপতিত্বে ঘন্টাব্যাপি মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
এ সময় আরও বক্তব্য দেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুর রউফ দানু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম তারা, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সেলিম, পৌর যুবদলের আহ্বায়ক এনামুল হক ডেভিটসহ অনেকেই।
এ সময় বক্তারা বলেন, সাবেক মন্ত্রী পরিষদ সচিব এএসএম আব্দুল হালিম দীর্ঘদিন ধরে এলাকার মানুষের অধিকার, নদীশাসন ও নদী ভাঙ্গন রোধকল্পে, শিক্ষার মানোন্নয়ন, রাস্তা-ঘাট উন্নয়ন, চিকিৎসা সেবার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন। স্বৈরাচার বিরোধী গণতান্ত্রিক আন্দোলনে তাঁর বিরুদ্ধে ১৪টি হয়রানিমূলক মামলা দেয়া হয়। দলের সাংগঠনিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন তিনি। তাঁর নেতৃত্ব, সততা এবং জনপ্রিয়তার কারণে তাঁকে মনোনয়ন দিলে ইসলামপুর আসনে বিএনপির জয়লাভ নিশ্চিত হবে বলে জানান বক্তরা।
বক্তরা আরও বলেন, ইসলামপুরবাসীর প্রত্যাশা এ আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন এএসএম আব্দুল হালিমকে দেয়া হবে। সম্ভাব্য মনোনয়ন পাওয়া ১/১১ এর সংস্কারপন্থী সুলতান মাহমুদ বাবু শারীরিকভাবে কর্মক্ষম না হওয়াতে ভোটের প্রচারণা সেভাবে করতে পারছেন না। এছাড়াও তার বিরুদ্ধে কমিটি বাণিজ্য এবং চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এদিকে এএসএম আব্দুল হালিমকে চুড়ান্ত মনোনয়ন না দিলে এ আসনে জামায়াত ইসলামীর প্রার্থী জয়ী হওয়ার সম্ভবনা রয়েছে। এএসএম আব্দুল হালিমকে মনোনয়ন না দিলে এলাকাবাসী বৃহত্তর আন্দোলনে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন নেতা-কর্মীরা।
এই মানববন্ধনে উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক রুহুল আজম লুলু, সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক কামরুল হুদা পাহলোয়ান স্ট্যালিন, যুবনেতা মনির খান লোহানী ও সাখাওয়াত হোসেন সুজনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিকদল ও মহিলা দলসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও হাজার হাজার সমর্থক উপস্থিত ছিলেন।
পরে বিক্ষুব্ধ নেতা-কর্মী ও সমর্থকরা সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় তাঁরা এসএম আব্দুল হালিমের মনোনয়নের দাবিতে নানা রকম স্লোগান দেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের...
পাবনা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ (চাটমো...
নিউজ ডেস্ক : রাজশাহী মহানগর দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহমানের...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি , নির্বাহী কমিটির স...
লালমনিরহাট প্রতিনিধি :লালমনিরহাটে ধরলা নদীর ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। প্র...

মন্তব্য (০)