• সমগ্র বাংলা

বিএনপির সঙ্গে জোটের আসন বণ্টন বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বগুড়ায় মাহমুদুর রহমান মান্না

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

বগুড়া প্রতিনিধি: বিএনপির সঙ্গে নির্বাচনী জোটে আসন বণ্টন বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, “আসন সংক্রান্ত আলোচনা ঠিকমতো হয়নি, তবে আগে থেকেই সমঝোতা ছিল। আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কোথায় কার অবস্থা কেমন, তা নিয়ে আলোচনা হয়েছে। এ সপ্তাহের মধ্যেই আসন নিয়ে আলোচনা হবে।”

বুধবার বিকেলে বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দরে নাগরিক ঐক্যের পথসভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মান্না আরও বলেন, “জোটের প্রতিকে ভোটের বিষয়ে আরপিও যা বলবে, তার বাইরে যাওয়া যাবে না। আমরা চাইলে সংশোধনের দাবী তুলতে পারি।” তিনি জানান, “আমরা ১৪২টি আসন জোটগতভাবে চেয়েছি। নাগরিক ঐক্যের পক্ষ থেকে ৫০-৬০টি আসনের দাবী থাকবে, তবে ২৫-৩০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো।”
পথসভায় বক্তব্য দিতে গিয়ে মান্না বলেন, “সরকার ভালো হলে জনগণের ভালো হয়, সরকার ভালো না হলে দেশও ভালো হয় না। নতুন বাংলাদেশ গড়তে হলে ভালো সরকার হতে হবে। পার্টি ভালো হলে সরকারও ভালো হবে।” তিনি আরও বলেন, “আমরা যৌথভাবে নির্বাচন করার চেষ্টা করছি, এখনো চূড়ান্ত হয়নি। আমার কারও সঙ্গে শত্রুতা নেই, যে ভালো কাজ করবে, আমি তার সঙ্গেই আছি।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আলাপের প্রসঙ্গ টেনে মান্না বলেন, “তারেক রহমান আমাকে বলেছেন, আমরা আপনাদের চাই, আপনারা ভালো মানুষ। আপনারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছেন। আমি তাদের বলেছি, আমার কোনো ব্যক্তিগত দাবী নেই, আমার দাবী জনগণের পক্ষে। এই দাবী যদি মেলে, তাহলে সবার পক্ষে আছি।”
সভায় আরও বক্তব্য দেন নাগরিক ঐক্যের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক সাকিব আনোয়ার, গাজীপুর নাগরিক ঐক্যের আহ্বায়ক ডা. রানা এবং ছাত্র ঐক্য নেতা তৌফিক হাসান।

মন্তব্য (০)





image

পাবনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ছাই, ২০ লক্ষাধিক ...

পাবনা প্রতিনিধি : পাবনার চাটমোহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি বসতঘর পুড়ে ভস্মী...

image

আ’লীগের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচির নিন্দা জানিয়ে ঈশ্বরগঞ্জে ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের &...

image

নারায়ণগঞ্জে ৩৬ ঘন্টায় আওয়ামী লীগের ৪৫ নেতাকর্মী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে গত ৩৬...

image

নওগাঁ জেলা প্রশাসক টেনিস টুর্ণামেন্টের পর্দা উঠলো

নওগাঁ প্রতিনিধি: “গৌরবের কোর্টে শত বছর” এই প্রতিপাদ্য বিষয়কে সামন...

image

ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলতার দ্বারপ...

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় টাইফয়েড টিক...

  • company_logo