• সমগ্র বাংলা

মেলান্দহে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

জামালপুর প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জামালপুরের মেলান্দহে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর ) দুপুরে মেলান্দহ উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে মিছিলটি উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেলান্দহ বাজারের চৌরাস্তা মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

মিছিলে উপজেলার ১১টি ইউনিয়ন ও ২টি পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক ও জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস এই দিনে সেনা ও জনতার অভ্যুত্থানের মাধ্যমে জাতি ফিরে পেয়েছিল স্বাধীনতার নতুন গৌরব ও জাতীয় ঐক্যের অঙ্গীকার। দেশপ্রেমিক সৈনিক ও সাধারণ মানুষ একত্র হয়েছিল দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার শপথে।

তিনি আরও বলেন, এই মহান বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’এর ধারণার মাধ্যমে বাঙালির আত্মপরিচয় ও স্বাধীনতার চেতনায় নতুন জীবন সঞ্চার করেছিলেন।”

বাবুল আরও বলেন, আজ আমরা শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধ থাকার শপথ নেব। আগামী দিনে মেলান্দহ-মাদারগঞ্জের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করবে ইনশাআল্লাহ।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সাংবাদিক আলহাজ নুরুল আলম সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরনবী মন্ডল, জাকির হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দ, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাদ মাহমুদসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

মন্তব্য (০)





image

গলাচিপা উপজেলায় নতুন সহকারী কমিশনারের যোগদান

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর গলাচিপা উপজেলায় নতুন সহকারী ক...

image

বগুড়া সদরে ধানের শীষের প্রচারণায় তরুণ ভোটারদের গণসংযোগ ও ...

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় সর্বস্তরের তরুণ সমাজের আয়োজনে সদর আসনে বিএনপি মনোনীত...

image

যারা দুঃখে-কষ্টে আছে, তাদের পাশে থেকে সহমর্মিতার হাত বাড়া...

পাবনা প্রতিনিধি : “অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরি...

image

ঈশ্বরগঞ্জে ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ভাতিজাকে শাসন করার জেরে চাচার পুকুরে বিষ...

image

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা...

বগুড়া প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্র...

  • company_logo