• সমগ্র বাংলা

মাগুরা সদর উপজেলার অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ

  • সমগ্র বাংলা

ছবিঃ সিএনআই

মাগুরা প্রতিনিধিঃ মাগুরা সদর উপজেলার অর্থনৈতিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সহায়তা সামগ্রী ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় মাগুরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই আয়োজন করে উপজেলা প্রশাসন, মাগুরা সদর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলার জেলা প্রশাসক জনাব মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসিনা মমতাজ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আব্দুল কাদের এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল ইসলাম।

জেলা পরিষদের নিজস্ব তহবিলের অর্থায়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে ১টি করে টিফিন বক্স ও স্কুল ব্যাগ, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ১টি করে টিফিন বক্স, স্কুল ব্যাগ ও জুতা, এবং ৩০ জন মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, “অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের সহায়তা করা শুধু মানবিক দায়িত্ব নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত করে গড়ে তোলার বিনিয়োগ। আজ যারা এই সহায়তা পেলো, তারা যেন আরও উৎসাহ নিয়ে পড়াশোনা করে দেশের উন্নয়নে ভূমিকা রাখে।”

তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি জেলা পরিষদ ও উপজেলা প্রশাসন শিক্ষা খাতের উন্নয়নে একসাথে কাজ করছে। দরিদ্র পরিবারের শিক্ষার্থীরা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে, এজন্য এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ। তিনি বলেন, “শিক্ষার্থীদের মনোবল বাড়াতে আমরা নিয়মিত এ ধরনের উদ্যোগ নিচ্ছি। শিক্ষা খাতকে আরও গতিশীল করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”

শিক্ষার্থীদের অনুভূতি:

বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করে শিক্ষার্থীরা জানান, “আগে প্রতিদিন হেঁটে স্কুলে যেতে কষ্ট হতো। আজ বাইসাইকেল পেয়ে খুব খুশি। এখন সময়মতো স্কুলে যেতে পারবো।”

অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র রিফাত মোল্লা জানায়, “নতুন ব্যাগ আর টিফিন বক্স পেয়ে খুব ভালো লাগছে। আমি আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করবো।”

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে বাইসাইকেল, ব্যাগ, জুতা ও টিফিন বক্স তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, অভিভাবক ও শিক্ষার্থীরা।

মন্তব্য (০)





image

যারা দুঃখে-কষ্টে আছে, তাদের পাশে থেকে সহমর্মিতার হাত বাড়া...

পাবনা প্রতিনিধি : “অসহায় মানুষের পাশে অভিভাবক হয়ে থাকবে বিএনপি পরি...

image

ঈশ্বরগঞ্জে ভাতিজাকে শাসন করায় চাচার ক্ষতি ১০ লাখ

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ভাতিজাকে শাসন করার জেরে চাচার পুকুরে বিষ...

image

বগুড়ায় ছাত্রদলের উদ্যোগে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও কবিতা...

বগুড়া প্রতিনিধি : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বগুড়ায় জেলা ছাত্র...

image

ফরিদপুরের চরভদ্রাসনে নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেয়ার প...

ফরিদপুর প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার ক...

image

লালমনিরহাটে জিমেইল হ্যাক করে ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা ...

লালমনিরহাট প্রতিনিধি: জিমেইল আইডি হ্যাক করে ব্যাংক অ্যা...

  • company_logo