ছবিঃ সিএনআই
দিনাজপুর প্রতিনিধি: হাসপাতালের শিশু ওয়ার্ডের বেডে ঘুমিয়ে ছিল নবজাতক এক কন্যা সন্তান। এক পাশে কিছু ওষুধ ডায়াপার এবং নব জাতকের জামাকাপড়। কিন্তু সঙ্গে ছিলনা বাবামা অথবা কোন আপন স্বজন। তবে খুজে পাওয়া গেছে হাতে লেখা এক খন্ড চিরকূট। তাতেই অসহায়ত্বের কথা উল্লেখ করে শিশুটিকে লালন পালনে নিতে আকুতি জানানো হয়েছে৷ নাড়ী ছেড়া হৃদয় বিদারক এই ঘটনাটি ঘটেছে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে। তবে সুস্হ রয়েছে শিশুটি।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি করান বৃদ্ধা দম্পতি। পঞ্চম তলায় শিশু ওয়ার্ডের নেওয়া হয় নবজাতক কন্যাসন্তানকে। নিচে অপেক্ষামান শিশুর মা'কে ডাকতে গিয়ে আর ফেরেনি ওই দম্পতি। আজ শুক্রবার দুপুরে ঘটনাটি জানাজানি হলে সাড়া পড়ে যায় হাসপাতালে। এসময় শিশুটির পাশে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাসি করে পাওয়া যায় হাতে লিখা একখন্ড চিরকূট। নবজাতক বর্তমানে পেডিয়ার্টিক ( শিশু) ওয়ার্ডে চিকিৎসকদের তত্ত্বাবধানে আছে। সে শারীরিকভাবে সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
হাসপাতাল সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের রেজিস্ট্রারে ঠিকানা উল্লেখ করা হয়েছে, মা ইনছুয়ারা, বাবা হিসেবে শাহিনুরের নাম। দিনাজপুরের ফুলবাড়ীর গ্রাম আলাদিপুর গ্রামের নাম। তবে প্রদত্ত ঠিকানা সঠিক কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
মায়ের রেখে যাওয়া চিরকুটে লেখা রয়েছে, ‘আমি মুসলিম। আমি একজন হতোভাগি। পরিস্থিতির স্বীকার হয়ে বাচ্চা রেখে গেলাম। দয়া করে কেউ নিয়ে যাবেন। বাচ্চার জন্মতারিখ ৪ নভেম্বর ২০২৫ (মঙ্গলবার)।
হাসপাতালে ইন্টার্ন চিকিৎসক গোলাম আহাদ গনমাধ্যম কর্মীদের জানান, পঞ্চাশোর্ধ্ব এক দম্পতি বৃহস্পতিবার সন্ধ্যায় শিশুটিকে নিয়ে এসে ভর্তি করতে বলেন। নিজেদের পরিচয় দেন শিশুটির নানা-নানী হিসেবে। তিনি শিশুটির মায়ের খোঁজ করলে তাঁরা বলেন, মা নিচে আছেন। তিনি মাকে নিয়ে আসতে বললে বাচ্চাসহ ওই দম্পতি বেড়িয়ে যান। এর কিছুক্ষণ পর শিশু ওয়ার্ডের বাইরে একটি বেডে বাচ্চাটিকে একা থাকতে দেখে অন্যরা বিষয়টি জানান। পরে অনেক খোঁজাখুঁজি করেও শিশুটির মা ও স্বজনদের খুঁজে পাওয়া যায়নি। শিশুটির বিছানায় একটি বাজারের ব্যাগে কিছু ওষুধ, ডায়াপার ও জামাকাপড় পাওয়া গেছে।
তিনি আরো জানান, স্বাভাবিক সময়ের (প্রিম্যাচুরেট) চেয়ে আগেই বাচ্চাটি প্রসব হয়েছে। তবে শিশুটি বর্তমানে সুস্থ আছে। ফটোথেরাপি দেওয়া হয়েছে। ওয়ার্মারে রাখা হয়েছে।
অন্যদিকে শিশুটিকে দত্তক নিতে অনেকেই হাসপাতালে যোগাযোগ শুরু করেছেন। শিশুটির ভাগ্যের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবেন হাসপাতাল কর্তৃপক্ষ।
ফরিদপুর প্রতিনিধি : ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনক...
পাবনা প্রতিনিধিঃ পাবনার দাশুড়িয়া পুরাতন ট্রাফিক মোড়ে উৎসবমুখ...
বেনাপোল প্রতিনিধি : বিভিন্ন আয়োজনে যশোরের শার্শায় ঐতিহাসিক ...
ফরিদপুর প্রতিনিধি : ৭ নভেম্বর উপলক্ষে আয়োজিত কর্মসূচি পালনক...
জামালপুর প্রতিনিধি : জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের ধ...

মন্তব্য (০)