ছবিঃ সিএনআই
নওগাঁ প্রতিনিধি: তারুণ্যের উৎসব উপলক্ষ্যে নওগাঁর রাণীনগরে শিক্ষা প্রতিষ্ঠানে যৌন হয়রানী প্রতিরোধে সম্মানিত শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়ালের নির্দেশনা মোতাবেক উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান। এছাড়া সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো: আব্দুল মোত্তালেব প্রমুখ বক্তব্য রাখেন। এছাড়া সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থীরা সভায় অংশগ্রহণ করে। সভা শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান শিক্ষার্থীদের যৌন হয়রানীর বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন ইদানিং দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যৌন হয়রানী বেড়েই চলেছে। এমন কাজকে প্রতিরোধ করতে হলে অবশ্যই শিক্ষার্থীদের প্রতিবাদী হতে হবে। যৌন হয়রানী কি এবং এটাকে কিভাবে প্রতিরোধ করা যায় সেই বিষয়ে নিজেদের জানতে হবে এবং যার যার জায়গা থেকে সবাইকে সচেতন করার কাজটি যত্ন সহকারে করতে হবে। জেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতন করতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল স্যার জেলাজুড়ে এমন ব্যতিক্রমী আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগকে শতভাগ বাস্তবায়ন করতেই আজকের আলোচনা সভা। আগামীতে ধারাবাহিক ভাবে উপজেলার আরো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরণের আলোচনা সভার আয়োজন করার কথা জানান এই কর্মকর্তা।
জামালপুর প্রতিনিধি : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে জামালপুরে...
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : ঝাওয়াইল দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্...
নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি দোকান পুড়ে গেছে। ...
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে যৌথবাহিনী অভিযান চালিয়ে ...
ফরিদপুর প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পা...

মন্তব্য (০)