ছবিঃ সংগৃহীত
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের অভিনয়ের যাত্রা শুরু হয়েছিল শাহরুখ খানের সঙ্গে। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ওম শান্তি ওম’-এ দুই তারকার রসায়নের কথা এখনো দর্শকহৃদয়ে গেঁথে আছে। সেই সিনেমার পর ‘চেন্নাই এক্সপ্রেস’, ‘হ্যাপি নিউ ইয়ার’-এ জুটি বাঁধেন তারা। সর্বশেষ ২০২৩ সালে ‘জওয়ান’ ও ‘পাঠান’ সিনেমাতেও তাদের রসায়ন দেখা গেছে।
এদিকে নিজের জন্মদিনে ‘কিং’ সিনেমার প্রথম ঝলক ভক্তদের উপহার দিয়েছেন শাহরুখ খান। প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয় সেই সিনেমাটির ঝলক। এর পাশাপাশি সিনেমা নিয়ে সেদিন কথাও বলেন শাহরুখ খান। তখনই উঠে আসে দীপিকার প্রসঙ্গ।
বলিউড বাদশাহর সিনেমায় দীপিকা পা়ড়ুকোন ছাড়া যেন তার সিনেমা অসম্পূর্ণ থাকে। অভিনেত্রীকে নিজের ‘লাকি চার্ম’ বলেও মনে করেন শাহরুখ খান। ২০২৩-এ পরপর তিনটি সিনেমা মুক্তি পায় কিং খানের। এর মধ্যে দুটি সিনেমাতেই ছিলেন দীপিকা পাড়ুকোন। সেই দুটি সিনেমাই বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছিলেন।
দীপিকা থাকলে, ভালোবাসা থাকবেই— এমনই মনে করেন শাহরুখ। আসন্ন সিনেমা ‘কিং’-এও থাকছেন দীপিকা পাড়ুকোন। 'কিং' সিনেমার ভাবনা নিয়েও ইঙ্গিত দেন বাদশাহ।
এ সিনেমা প্রসঙ্গে শাহরুখ বলেন, গল্প নিয়ে বেশি কিছু বলা যাবে না। একের পর এক ঝলক মুক্তি পাবে। তখন সিনেমার ব্যাপারে আরও জানতে পারবেন। এ সিনেমায় বিভিন্ন চরিত্র রয়েছে।
কিং খান বলেন, আমরা সিনেমাতে কোনো পক্ষ নিচ্ছি না। আমাদের ভাবনা— আপনাদের ভালো লাগলে চোখ রাখুন। তা না হলে খারাপই বলতে থাকুন। এ কথা শুনে প্রেক্ষাগৃহে উপস্থিত এক অনুরাগী চিৎকার দিয়ে বলে ওঠেন—আপনার জন্য আমাদের অগাধ ভালোবাসা রয়েছে।
এর পরিপ্রেক্ষিতে শাহরুখ বলেন, সিনেমাতে আমার সঙ্গে দীপিকা পাড়ুকোনও রয়েছে। তাই ভালোবাসা তো হতেই হবে। এ শুনেই আবার আনন্দে হইহই করে ওঠেন ভক্ত-অনুরাগীরা।
উল্লেখ্য, শাহরুখ খানের জন্মদিন ছিল ২ নভেম্বর। এই দিন ৬০তম জন্মদিন পালন করেন অভিনেতা। তবে তার এই বিশেষ দিনে দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে ভক্ত-অনুরাগীরা কিং খানকে শুভেচ্ছা জানান।
বিনোদন ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে আন্তর্জাতিক আয়োজনে গত ১০ অক্টোব...
বিনোদন ডেস্ক : দীর্ঘ সময় পর ‘রঙ্গনা’ দিয়ে পর্দায় ফিরছেন বাংল...
বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী শার্লিন চোপড়া আগাগোড়াই বিতর্কে জড়িয়ে থ...
বিনোদন ডেস্ক : ভালোবাসা হল একটি শক্তিশালী মানবিক অনুভূতি। যা আবেগকেন্দ্র...
বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী...

মন্তব্য (০)