• বিনোদন

তারা আমার মতো ইত্যাদিকেও ভালোবাসেন: হানিফ সংকেত

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক : ইত্যাদির নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক ভালো থাকাটাই স্বাভাবিক বলে জানিয়েছেন বিনোদন জগতের জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র পরিচালক হানিফ সংকেত। তিনি বলেন, অনেক শিল্পীই আছেন, যারা অন্যান্য অনুষ্ঠান করলেও আমৃত্যু ইত্যাদিতেই অভিনয় করে গেছেন। সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে এমন কথা বলেছেন 'ইত্যাদি'র নির্মাতা হানিফ সংকেত। 

তিনি বলেন, 'ইত্যাদি'র নিয়মিত শিল্পীদের সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে। তারা আমাকে যেমন ভালোবাসেন, ইত্যাদিকেও তেমনই ভালোবাসেন। প্রতিটি ইত্যাদির জন্য তারা অপেক্ষা করে থাকেন বলেও জানান এ পরিচালক।

হানিফ সংকেত বলেন, দুই-একটি উদাহরণ না দিলে হয়তো বোঝা যাবে না। যেমন— পপসম্রাট আজম খান, বাংলা গানের কিংবদন্তি এন্ড্রু কিশোর কিংবা সংগীতশিল্পী খালিদ হাসান মিলু—তাদের সবারই শেষ গানটি ছিল আমার ইত্যাদিতে।

এ নির্মাতা বলেন, প্রয়াত অভিনেতা এটিএম শামসুজ্জামান এবং মাসুদ আলী খানের একসঙ্গে শেষ অভিনয়টুকুও ইত্যাদিতেই ছিল। এটিএম শামসুজ্জামান ভাই শেষে যখন অসুস্থ হলেন, সেই সময় আমি হাসপাতালে তাকে দেখতে গিয়েছিলাম। অনেক গল্প হয়েছিল। একদিন ভাবি ফোন করে বললেন— তিনি ইত্যাদিতেই অভিনয় করতে চান।

তিনি বলেন, শারীরিক এ অবস্থায় ইত্যাদিই নির্ভরযোগ্য অনুষ্ঠান। আমি তখন বিশেষ ব্যবস্থায় তাকে এনে চেয়ারে বসিয়ে দোতলায় তুলি এবং তার সঙ্গে মাসুদ আলী খান ভাইকে নিয়ে একটি ছোট্ট নাটিকা করি। দুজনই ভীষণ খুশি হয়েছিলেন। এমন অনেক স্মৃতি রয়েছে; হয়তো ভবিষ্যতে কখনো বলব বলে জানান হানিফ সংকেত।

এ পরিচালক বলেন, অভিনেতা মহিউদ্দিন বাহার তার শেষ দিনগুলোতে অ্যাম্বুলেন্সে করে আমার এখানে এসে অভিনয় করে গেছেন। সাইফুদ্দিন আহমেদ শেষে এসে সংলাপ মনে রাখতে পারতেন না। তাই তিনি যতদিন পর্যন্ত একটি মাত্র শব্দ বলতে পারতেন, ততদিন পর্যন্ত ইত্যাদিতে অভিনয় করে গেছেন। তিনি বলেন, অভিনেতা আরিফুল হক বিদেশ যাওয়ার আগে শেষ অভিনয় ইত্যাদিতেই করে গেছেন। তেমনই অভিনেতা হাসমত, ব্ল্যাক আনোয়ার, দেশের প্রথম নায়ক আমিনুল হক, নাজমুল হুদা বাচ্চু, কেএস ফিরোজ, আব্দুল কাদের, এসএম মহসিন, বেবী জামানসহ বহু গুণীশিল্পী—যাদের শেষ কাজটি ছিল আমার অনুষ্ঠানেই বলে জানান হানিফ সংকেত। 

এ নির্মাতা বলেন, ইত্যাদির শিল্পীদের সঙ্গে আমার একটা আত্মিক বন্ধন তৈরি হয়। তারা যেমন আমার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন, আমিও তাদের নিয়ে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করি বলে জানান হানিফ সংকেত।

 

মন্তব্য (০)





image

‎কাদের প্রেমিকা ও স্ত্রী কোটার শিল্পী বলেছেন রুনা খান?

বিনোদন প্রতিবেদকঃ শোবিজে কোটা না মেধার জয়  বেশী তা নিয...

image

সালমানের ঘটনায় আমাকে দোষারোপ করা হচ্ছে কেন, আমিও বিচার চা...

বিনোদন ডেস্ক : ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঢালিউডের ক...

image

আইয়ুব বাচ্চুর গান গেয়ে ভাইরাল সালমান শাহ হত্যার আসামি ডন

বিনোদন ডেস্ক : ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের বাসায় ঢালিউডের ক...

image

ভেবেছিলাম ৩০-এর পর বিয়ে করে সংসার করব: তামান্না

বিনোদন ডেস্ক: একটা সময় ধারণা ছিল, একটি নির্দিষ্ট বয়স পেরিয়...

image

আদালতে কেন ঘুরছেন সামিরার ক্রিকেটার স্বামী ইশতিয়াক

নিউজ ডেস্ক : হাইকোর্টে আজ মঙ্গলবার আগাম জামিন চাওয়ার কথা ছিল চিত্রনায়ক স...

  • company_logo