• বিনোদন

‎১৬ বছর পর বিটিভির ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠানে আসিফ আকবর

  • বিনোদন

ছবিঃ সংগৃহীত

বিনোদন ডেস্ক: সংগীতাঙ্গনের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর দীর্ঘ ১৬ বছর পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) গেছেন। তিনি গান গাইতে অবশ্য যাননি। শিশু-কিশোরদের প্রতিভা খোঁজার জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’-তে অংশ নেন।

‎এর আগে ২০০৮ সালে বাংলাদেশ বেতার ও বিটিভির ‘কালো তালিকায়’ অন্তর্ভুক্ত হন আসিফ আকবর। সেই থেকে সরকারি মাধ্যম দুটিতে তাকে আর আমন্ত্রণ জানানো হয়নি। কখনও দেখা যায়নি। সরকার পরিবর্তনের পর গত বছরের সেপ্টেম্বরে তিনি নতুন করে আমন্ত্রণ পেলেও বিনয়ের সঙ্গে তা ফিরিয়ে দেন। অবশেষে এক বছর পর ‘নতুন কুঁড়ি’র আহ্বান উপেক্ষা করতে না পেরে বিটিভিতে ছুটে যান এ সংগীত তারকা।

‎এ বিষয়টি সর্বপ্রথম জানিয়েছেন গায়ক সোহেল মেহেদী। সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে আসিফ আকবরের সঙ্গে কয়েকটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। পোস্টে সোহেল মেহেদী লিখেছেন, দীর্ঘ সময় পর আজ আসিফ ভাই গেলেন বিটিভিতে। সেই যে ‘ও প্রিয়া তুমি কোথায়’ থেকে শুরু করে অসংখ্য জনপ্রিয় গান প্রথম প্রচারিত হয়েছিল এই বিটিভিতেই। তিনি বলেন, আসিফ ভাইকে দেড় যুগেরও বেশি সময় বিটিভিতে গান গাইতে দেওয়া হয়নি।

‎সোহেল মেহেদী বলেন, আমাকেও গান গাইতে দেওয়া হয়নি। তবে পটপরিবর্তনের পর আমি কিছু অনুষ্ঠানে গান করেছি, আর আসিফ ভাই গেলেন আজ প্রথমবার। যদি নতুন কুঁড়ি না হতো, তিনি হয়তো যেতেন না। বিটিভির জিএমের আন্তরিক অনুরোধ তিনি ফিরিয়ে দিতে পারেননি।

‎এ সংগীতশিল্পী বলেন, আসিফ আকবরকে দেখে বিটিভির কর্মী, শিশু প্রতিযোগী ও অভিভাবকরা সবাই আনন্দে ভরে ওঠেন। এ শিল্পীকে পেয়ে যেন বিটিভি প্রাণ ফিরে পায়। উল্লেখ্য, প্রায় দুই দশক পর বাংলাদেশ টেলিভিশনে আবার ‘নতুন কুঁড়ি’ অনুষ্ঠান চালু করা হয়েছে।

মন্তব্য (০)





image

ময়ূরীর জন্মদিনে মেয়ে মাইমুনার স্ট্যাটাস ভাইরাল

বিনোদন ডেস্ক : এক সময়ের ঢালিউড সিনেমা ইন্ডাস্ট্রির আলোচিত নায়িকা ময়ূরী ব...

image

‎কালার কাস্ট ফ্যাশন রিভাইভাল সিজন ২ অনুষ্ঠানে পুরস্কৃত হল...

বিনোদন প্রতিবেদকঃ চট্টগ্রাম রেডিসন ব্লুতে   জ...

image

কখনো ভাবিনি জীবনে এমন কাউকে পাব: আমির খান

বিনোদন ডেস্ক : বলিউডের মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা আমির খান ৬০ বছর বয়সে...

image

বিতর্ক পিছু ছাড়ছে না কঙ্গনার

বিনোদন ডেস্ক : অভিনেত্রী কঙ্গনা রানাউত বলিউডে ঠোঁটকাটা হিসাবে পরিচিত। অভ...

image

কাজল-টুইঙ্কেলের অনুষ্ঠানে নেই কেন শাহরুখ, যা বললেন বাদশা

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কাজলের সঙ্গে বাদশাহ শাহরুখ খানের বন্ধুত্ব...

  • company_logo