ছবিঃ সিএনআই
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে আজ সোমবার ২ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি। এর মধ্যে লালমনিরহাট ১নং আসনে (পাটগ্রাম ও হাতিবান্ধা ) বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও লালমনিরহাট জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান।
অপরদিকে, লালমনিরহাট-৩ (সদর) আসনে জেলা বিএনপির সভাপতি ও নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।
লালমনিরহাট- ১ (পাটগ্রাম-হাতীবান্ধা) আসনের প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হয়ে ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তিনি ওই এলাকার একজন সুপরিচিত ও স্বনামধন্য ব্যক্তি। দীর্ঘ সময় ধরে তিনি ধানের শীষের পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে আসছেন।
অপরদিকে, জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু এর আগে বিএনপি'র এমপি ও উপমন্ত্রী ছিলেন। তিনি ২০১৮ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন। এলাকায় তার ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এছাড়াও তিস্তা নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়ক হিসেবে তিনি দেশব্যাপী বেশ আলোচনায় রয়েছেন। এ আসন দুটিতে প্রার্থিতা ঘোষণার পরপরই ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে। শহর ও গ্রামের বিভিন্ন হাটবাজারে চলছে আলোচনা।
অপরদিকে লালমনিরহাট -২ (কালীগঞ্জ -আদিতমারি ) আসনে বিএনপি'র একাধিক মনোনয়ন প্রত্যাশী হওয়ায় সেখানে কোন প্রার্থীতা ঘোষণা করেনি দলটি। দেখা গেছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এখানে একাধিক ব্যক্তি প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
টাঙ্গাইল ( গোপালপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকি...
নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগা...
বগুড়া প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে সাবেক প্রধানমন্ত্রী ও বগুড়...

মন্তব্য (০)