ছবিঃ সিএনআই
ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থেকে নিখোঁজ এক স্কুলছাত্রীকে সফল অভিযানে উদ্ধার করেছে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), মুক্তাগাছা, ময়মনসিংহ।
উদ্ধারকৃত ভিকটিম মোছাঃ ফাতেমা আক্তার (১৫) (ছদ্মনাম), এন.এন পাইলট উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছার নবম শ্রেণির শিক্ষার্থী। গত ২৩ অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ সকালে সে বাড়ি থেকে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে তার মা মোছাঃ আয়শা বেগম (৪৪) মুক্তাগাছা থানায় একটি নিখোঁজ জিডি করেন (নং-১২২৯, তারিখ-২৬/১০/২০২৫ খ্রি.)।
পরে ভিকটিমের পরিবার জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য প্রার্থনা করলে পরামর্শ অনুযায়ী তারা ২ এপিবিএন, মুক্তাগাছা, ময়মনসিংহে যোগাযোগ করেন এবং মেয়েকে উদ্ধারের জন্য ২ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে একটি লিখিত আবেদন দাখিল করেন।
"২ এপিবিএন-এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ কুতুব উদ্দিনের সার্বিক দিকনির্দেশনায় " ব্যাটালিয়নের সাইবার ক্রাইম সেল, এপিবিএন হেডকোয়ার্টার্সের এলআইসি/সিআইএ সেল-এর তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের অবস্থান শনাক্ত করে।
এরপর এসআই (নিঃ) মোঃ কামাল হোসেন -এর নেতৃত্বে একটি অভিযানিক দল ৩ নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১টা ৩০ মিনিটের দিকে ময়মনসিংহ শহরের কোতোয়ালী মডেল থানাধীন ভাটিপাড়া এলাকা থেকে নিখোঁজ শিক্ষার্থী কে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
পরবর্তীতে উদ্ধারকৃত শিক্ষার্থীকে আইনানুগ প্রক্রিয়ায় মুক্তাগাছা থানায় হস্তান্তর করা হয় (জিডি নং-১২০, তারিখ-০৩/১১/২০২৫ খ্রি.)।
২ এপিবিএন জানায়, জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাটালিয়নের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
টাঙ্গাইল ( গোপালপুর) প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গ...
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মাদক বিরোধী অভিযানে ১২ বোতল...
নড়াইল প্রতিনিধি : নড়াইলের বহুল আলোচিত মাসুম ফকি...
লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের তিনটি সংসদীয় আসনের মধ্যে...
নওগাঁ প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নওগা...

মন্তব্য (০)