ছবিঃ সংগৃহীত
নিউজ ডেস্কঃ চট্টগ্রামের বাকলিয়া এক্সেস রোডে ব্যানার লাগানো নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় সাজ্জাদ (২২) নামে এক যুবদলকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন যুবদল ও ছাত্রদলের ১০ জন। তাদের সবাইকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮ জনই গুলিবিদ্ধ।
গতকাল (সোমবার, ২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে বাকলিয়ার এক্সেস রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য নিয়ে সোহেল ও বোরহান গ্রুপের মধ্যে দীর্ঘদিন বিরোধ চলছিল। গতরাত ১টার দিকে একপক্ষ ব্যানার লাগাতে গেলে, আরেক পক্ষ তা নামিয়ে ফেলার চেষ্টা করে। এসময় দুই পক্ষের গোলাগুলিতে নিহত হন সাজ্জাদ। আহত ১০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষে নিহত সাজ্জাদ তক্তারপুল এলাকার বাসিন্দা আলমের ছেলে। তাদের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের অনুসারী হিসেবে এলাকায় পরিচিত।
এ সংঘর্ষের ঘটনায় বাকলিয়া এক্সেস রোড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, ‘ব্যানার টাঙানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষের সূত্রপাতের কথা শোনা যাচ্ছে। সংঘর্ষে এক জন মারা গেছে বলে আমরা খবর পেয়েছি।’
গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: তুচ্ছ একটি ঘ...
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে...
নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জেলা আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ সভা অন...
ফরিদপুর প্রতিনিধিঃ ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার...
পাবনা প্রতিনিধিঃ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়ম...

মন্তব্য (০)